শিরোনাম :
পরলোকে ঢাকা ক্রেডিটের কর্মী রিচার্ড ঝন্টু দের বাবা জেমস বাবলু দে
ডিসিনিউজ ॥ ঢাকা
পরলোকে ঢাকা ক্রেডিটের সাপ্লাই চেইন বিভাগের এ্যাসিসটেন্ট অফিসার রিচার্ড ঝন্টু দের বাবা জেমস বাবলু দে। ১০ জুলাই দুপুরে অসুস্থাবস্থায় ঢাকায় মিরপুরে ছেলের বাসায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। ১১ জুলাই ময়মনসিংহের গৌরিপুরের বাড়িওয়ালাপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে চির নিদ্রায় শায়িত হন প্রয়াত জেমস বাবলু দে।
জেমস বাবলু দের পিতা মৃত সুরেশ চন্দ্র দে ও মাতা মৃত প্রেমলতা দে। চাকরির পাশাপাশি জেমস মিরপুর ধর্মপল্লীর পালকীয় পরিষদের সেবা দিয়েছেন।
মৃত্যুকালে প্রয়াত জেমস বাবলু দে রেখে গেছেন স্ত্রী শান্তি দে, ছেলে রিচার্ড ঝন্টু দে, ডেনি পল দেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী ।
জেমস বাবলু দের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া। তাঁরা বলেন, ‘আমরা ঢাকা ক্রেডিটের কর্মী রিচার্ড ঝন্টু দের বাবা জেমস বাবলু দের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি ও তাঁর আত্মার চির শান্তি কামনা করছি। শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি জানাই গভীর সমবেদনা। পিতা ঈশ^ার তাঁদের প্রিয়জন হারানোর এই শোক বইবার ক্ষমতা প্রদান করুন।’