শিরোনাম :
যীশু খ্রিষ্ট ও চার্চ সম্পর্কে জনৈক গোবিন্দ চন্দ্র প্রামাণিকের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ
সাম্প্রতিক শ্বাশত হিন্দু আইন সংস্কার বিষয়ক এক ভ্যার্চুয়াল আলোচনা সভায় জনৈক গোবিন্দ চন্দ্র প্রামাণিক পবিত্র বাইবেলের একটি পদের অন্তরর্নিহিত অর্থ ইচ্ছাকৃতভাবে অনুধাবন না করে খ্রিষ্ট ধর্মের প্রবর্তক মহান যিশু খ্রিষ্ট সম্পর্কে অপমানজনক, গর্হিত এবং ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য প্রদান করেছেন যা অনভিপ্রেত, অনাকাংখিত ও বিদ্বেষপ্রসূত। তিনি বাংলাদেশের চার্চ এবং চার্চের সাথে জড়িত ব্যক্তিবর্গ সম্পর্কেও অনভিপ্রেত ও অসত্য বক্তব্য প্রদান করেছেন। তার এই অনভিপ্রেত, বিদ্বেষপূর্ণ ও মূর্খের ন্যায় বক্তব্যে দেশের এবং দেশের বাইরের খ্রিষ্ট বিশ্বাসীদের ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত করেছে এবং তাঁরা এতে খুবই ক্ষুব্দ হয়েছেন।
বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট মি. নির্মল রোজারিও ও মহাসচিব মি. হেমন্ত আই কোড়াইয়া এক যুক্ত বিবৃতিতে এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। তাঁরা উল্লিখিত গোবিন্দ্র চন্দ্র প্রামাণিককে তার বক্তব্য নি:শর্তভাবে প্রত্যাহারপূর্বক ক্ষমা চাওয়ার আহবান জানিয়েছেন। তাঁরা বলেছেন, এ ধরনের অপ্রাসঙ্গিক ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য মোটেও সহায়ক নয়। বৃহত্তর স্বার্থে সংশ্লিষ্ট সকলকে এ ধরনের ব্যক্তিকে বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।- প্রেস বিজ্ঞপ্তি।