শিরোনাম :
ঢাকা ক্রেডিটের ট্রেজারার পিটার রতনের মা ক্লারা রেনু কোড়াইয়া আর নেই
ডিসিনিউজ ॥ ঢাকা
ঢাকা ক্রেডিটের ট্রেজারার পিটার রতন কোড়াইয়ার মাতা ক্লারা রেনু কোড়াইয়া আর নেই। তিনি ১৬ জুলাই ক্যান্সারে আক্রান্ত হয়ে মহাখালীতে নিজ বাসভবনে সকাল ৯:৩০ মিনিটে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।
ক্লারা রেনু কোড়াইয়া তুইতাল ধর্মপল্লীর প্রয়াত পল কোড়াইয়ার স্ত্রী। তাঁর স্বামী গত বছর পরলোগমন করেন। ১৭ জুলাই রেনু ক্লারা কোড়াইয়ার মরদেহ তুইতাল গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়ার পর গির্জার কবরস্থানে কবরস্থ করা হবে।
মৃত্যুকালে তিনি রেখে গেছেন দুই ছেলে পিটার রতন কোড়াইয়া ও লিনুস সমর কোড়াইয়া এবং মেয়ে শুভ্রা কোড়াইয়াসহ অসংখ্যা আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী।
ক্লারা রেনু কোড়াইয়া ব্যক্তি জীবনে ছিলেন অতিথি পরায়ণ, সৎ ও ধার্মিকা নারী। তিনি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কাজে সক্রিয় ছিলেন।
তাঁর মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ করেছে ঢাকা ক্রেডিট পরিবার। ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া এক শোক বার্তায় বলেন, ‘আমরা ঢাকা ক্রেডিটের ট্রেজারার পিটার রতন কোড়াইয়ার মাতা ক্লারা রেনু কোড়াইয়ার মৃত্যুতে গীভর শোক প্রকাশ করি ও তাঁর আত্মার চির শান্তি কামনা করি। তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানাই সমবেদনা। ঈশ্বর তাঁদের এই শোক বইবার শক্তি দান করুন।’