ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিটের ট্রেজারার পিটার রতন কোড়াইয়ার মাতা ক্লারা রেনু কোড়াইয়ার সমাধি

ঢাকা ক্রেডিটের ট্রেজারার পিটার রতন কোড়াইয়ার মাতা ক্লারা রেনু কোড়াইয়ার সমাধি

0
501

ডিসিনিউজ ।। তুইতাল

সমাধিস্থ করা হলো ঢাকা ক্রেডিটের ট্রেজারার পিটার রতন কোড়াইয়ার মা ক্লারা রেনু কোড়াইয়ার মরদেহ।
১৭ জুলাই সকাল ১১টায় অন্ত্যেষ্টিক্রিয়ার খ্রিষ্টযাগের পর তুইতাল মিশনের কবরাস্থানে তাঁকে সমাহিত করা হয়। অন্ত্যেষ্টিক্রিয়ার খ্রিষ্টযাগ উৎসর্গ করে ফাদার সুশান্ত গমেজ সিএসসি। এ ছাড়াও তাঁকে সহযোগিতা করেন তুইতাল ধর্মপল্লীর পাল-পুরোহিত পংকজ রড্রিক্স ও নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ডেপুটি রেজিস্টার ফাদার শংকর রোজারিও সিএসসি।


অন্ত্যেষ্টিক্রিয়ার খ্রিষ্টযাগে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস, সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ট্রেজারার পিটার রতন কোড়াইয়া, ক্রেডিট কমিটির সদস্য উমা ম্যাগডেলিন গমেজসহ স্থানীয় অনেক ব্যক্তিবর্গ। খ্রিষ্টযাগ শেষে গির্জার কবরাস্থানেই তাঁকে সমাহিত করা হয়। এ সময় ঢাকা ক্রেডিট পরিবার তাঁর সমাধীতে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।


তিনি ১৬ জুলাই সকাল সাড়ে ৯টায় মহাখালীর বাসভবনে প্রাণত্যাগ করেন। মৃত্যুর পূবে তিনি ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।
ক্লারা রেনু কোড়াইয়া তুইতাল ধর্মপল্লীর প্রয়াত পল কোড়াইয়ার স্ত্রী। পল কোড়াইয়া বিগত বছর পরলোগমন করেন।
মৃত্যুকালে তিনি রেখে গেছেন দুই ছেলে পিটার রতন কোড়াইয়া ও লিনুস সমর কোড়াইয়া এবং মেয়ে শুভ্রা কোড়াইয়াসহ অসংখ্যা আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়ী।


তাঁর মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ করেছে ঢাকা ক্রেডিট পরিবার। ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তাা ও সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া এক শোক বার্তায় বলেন, ‘আমরা ঢাকা ক্রেডিটের ট্রেজারার পিটার রতন কোড়াইয়ার মাতা ক্লারা রেনু কোড়াইয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করি ও তাঁর আত্মার চিরশান্তি কামনা করি। শোকার্ত পরিবারের প্রতি জানাই সমবেদনা। ঈশ্বর তাঁদের এই শোক বইবার শক্তি দান করুন।’