ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ সিলেটের নতুন বিশপ হিসেবে শরৎ ফ্রান্সিস গমেজের অধিষ্ঠান

সিলেটের নতুন বিশপ হিসেবে শরৎ ফ্রান্সিস গমেজের অধিষ্ঠান

0
557

ডিসিনিউজ ॥ সিলেট

ঢাকার সহাকরী বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ সিলেট ক্যাথলিক ধর্মপ্রদেশের বিশপ হিসেবে অধিষ্ঠান লাভ করেছেন।

২০ জুলাই মৌলভীবাজারের কুলাউড়ার লক্ষ্মীপুর অস্থায়ী ক্যাথিড্রালে তাঁকে অধিষ্ঠান প্রদান করেন পুণ্যপিতা পোপের প্রতিনিধি আর্চবিশপ জর্জ কোচেরি। সাথে ছিলেন ঢাকার আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজ ওএমআই।

বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ, ধর্মপাল, সিলেট

করোনা মহামারির কারণে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয় বিশপীয় অধিষ্ঠান অনুষ্ঠান। সাপ্তাহিক প্রতিবেশী ফেসবুকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে। ফলে স্বশরীরে উপস্থিত হতে না পেরেও শত শত মানুষ ফেসবুকের মাধ্যমে অধিষ্ঠান অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটান মহাধর্মপ্রদেশের আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার সিএসসি, খুলনার বিশপ জেমস রমেন বৈরাগী, দিনাজপুরের বিশপ সেবাষ্টিয়ান টুডু, ঢাকার অবসরপ্রাপ্ত বিশপ থিওটোনিয়াস গমেজ সিএসসি, গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক ও ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম নাদেল চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় কার্যনির্বাহী সদস্য ও ঢাকা ক্রেডিটের পরামর্শক উপাধ্যক্ষ রেমন্ড আরেং, ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও, বিশপ শরৎ ফ্রান্সিস গমেজের মা থেকলা গমেজ, দুই বোন সিস্টার সুনীতা গমেজ আরএনডিএম ও সিস্টার অনীতা গমেজ ওএলএস প্রমুখ।

ঢাকা ক্রেডিটের পক্ষে বিশপ শরৎ ফ্রান্সিস গমেজকে অভিনন্দন জানান ও উপহার প্রদান করেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা।

ঢাকা ক্রেডিটের পক্ষে বিশপ শরৎ ফ্রান্সিস গমেজকে অভিনন্দন জানান ও উপহার প্রদান করেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা।

সিলেট ক্যাথলিক ধর্মপ্রদেশ নব অধিষ্ঠিত ধর্মপাল শরৎ ফ্রান্সিস গমেজ উপদেশে বলেন, ‘সিলেট ধর্মপ্রদেশ মঙ্গলবাণী প্রচারের উর্বর ভূমি। প্রভু আজ নতুন করে আমাদের প্রত্যেকের ওপর দায়িত্ব অর্পণ করতে চান যেন ধর্ম পালনের সাথে একাত্ম হয়ে আমরা বাণী প্রচারের কাজে আরও গভীরভাবে মনোনিবেশন করি। ঈশ^রের সন্তানদের যত্ন নিই।’

মায়ের আশীর্বাদ নিচ্ছেন বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ

তাঁকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, ‘ভক্তজনগণের অংশগ্রহণে মণ্ডলী ও দেশ গঠনে আমি চেষ্টা করবো। এই ধর্মপ্রদেশে পারস্পরিক সংলাপে ও ধর্মীয় আহ্বান বৃদ্ধিতে আমি আরও বেশি সচেষ্ট হবো।’

বিশপ শরৎ সিলেটের প্রাক্তন বিশপ ও বর্তমান ঢাকার আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ ওএমআইকে কৃতজ্ঞতা জানান।

সিলেট ধর্মপ্রদেশের সাতটি ধর্মপল্লীতে প্রায় সাড়ে ১৯ হাজার ক্যাথলিক খ্রিষ্টভক্ত। পঁয়তাল্লিশ জন ফাদার-সিস্টার-ব্রাদার ও বেশ কিছু কাটেখ্রিষ্ট সেবা দিচ্ছেন এই ধর্মপল্লীতে।

এখানকার খ্রিষ্টভক্তদের মধ্যে বড় একটা অংশ খ্রিষ্টভক্ত রয়েছেন চা জনগোষ্ঠীর। তাঁদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নই হচ্ছে ধর্মপ্রদেশের জন্য বড় চ্যালেঞ্জ।

সিলেট ধর্মপ্রদেশ ২০১১ খ্রিষ্টাব্দে ঢাকা থেকে আলাদা হয়ে নতুন ধর্মপ্রদেশ হিসেবে পথ চলা শুরু হয়েছিল এবং এর প্রথম বিশপ হিসেবে দায়িত্ব পালন করেন বিশপ বিজয় এন ডি’ক্রুজ, ওএমআই যিনি বিগত নভেম্বরে ঢাকার আর্চবিশপ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

প্রকাশ করা হয় একটি স্মরণিকা

বিশপ শরৎ ফ্রান্সিস গমেজে জন্ম ঢাকার আঠরগ্রামের হাসনাবাদে ১৫ ডিসেম্বর ১৯৬৫ খ্রিষ্টাব্দে। তাঁর বাবা মৃত আগস্টিন মধু গমেজ ও  মা থেকলা গমেজ। তিনি ভাইবোনরে মধ্যে দ্বিতীয় এবং একমাত্র ছেলে। তাঁর দুইবোনই সিস্টার। বড়বোন সুনীতা গমেজ আরএনডিএম ও ছোট বোন সিস্টার অনীতা গমেজ ওএলএস। দেশের ইতিহাসে তাঁদের পরিবারের সকলে ঈশ^রের দ্রাক্ষাক্ষেত্রে সেবায় নিয়োজিত।

তিনি যাজক হিসেবে অভিষেক লাভ করেন ৩১ মে ১৯৯০ খ্রিষ্টাব্দে। ১৯৯৮-২০০২ খ্রিষ্টাব্দে তিনি ঐশ্বতত্ত্বে লাইসেন্সিয়েট এবং ডক্টরেট ডিগ্রি লাভ করেন। রমনা, নাগরী, মঠবাড়ী ও তেজগাঁও ধর্মপল্লীতে প্রৈরিতিক সেবা দিয়েছেন। সেবা দিয়েছেন বনানী পবিত্র আত্মা উচ্চ সেমিনারীতে রেক্টর হিসেবে। ছিলেন সিলেট ধর্মপ্রদেশ ও ঢাকা মহাধর্মপ্রদেশের ভিকার জেনারেল।

পুণ্যপিতা পোপ ফ্রান্সিস তাঁকে ১২ মে সিলেটের বিশপ হিসেবে নিয়োগ দেন।