শিরোনাম :
ফকির আলমগীররের মৃত্যুতে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ও সেক্রেটারির শোক
ডিসিনিউজ || ঢাকা
ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া এক শোক বিবৃতিতে একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য গণসংগীত শিল্পী ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম কণ্ঠযোদ্ধা ফকির আলমগীর-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বিবৃতিতে তাঁরা প্রয়াত ফকির আলমগীর-এর পবিত্র আত্মার কল্যাণ কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, দেশবরেণ্য গণসংগীত শিল্পী ফকির আলমগীর ২৩ জুলাই রাতে রাজধানীর একটি হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর এবং তিনি স্ত্রী, ৩ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।