শিরোনাম :
ঢাকা ক্রেডিটের প্রাক্তন কর্মকর্তা জর্জ স্বপন কুমার সেন আর নেই
ডিসিনিউজ ॥ ঢাকা
ঢাকা ক্রেডিটের ক্রেডিট কমিটির প্রাক্তন সেক্রেটারি ও ঢাকা ক্রেডিটের কর্মী শৈলি সেনের বাবা জর্জ স্বপন কুমার সেন আর নেই। তিনি ৩ আগস্ট দিবাগত রাত দেড়টায় অসুস্থাবস্থায় রাজধানীর উত্তরখানের কাঁচকুড়িতে নিজ বাড়িতে মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
জর্জ স্বপন কুমার সেনের জন্ম বরিশালের গৌরনদীর জোবারপাড়ে। তিনি পেশায় ব্যাংকার ছিলেন। তিনি দীর্ঘদিন সেবা দিয়েছেন জনতা ব্যাংকে। পাশাপাশি তিনি সামাজিক কাজে সক্রিয় ছিলেন। তিনি ঢাকা ক্রেডিটের ২০০৫ থেকে ২০০৮ পর্যন্ত ব্যবস্থাপনা কমিটির ক্রেডিট কমিটির সেক্রেটারি, ২০০২ থেকে ২০০৫ পর্যন্ত ক্রেডিট কমিটির সদস্য, ১৯৯৯-২০০২ পর্যন্ত সুপারভাইজরি কমিটির সদস্য হিসেবে দক্ষতার সাথে সেবা দিয়েছেন।
এ ছাড়া তিনি সম্প্রীতি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:-এর তিনবার সেক্রেটারি হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। ব্যক্তি জীবনে তিনি ছিলেন সহজ সরল ও সাদা মনের মানুষ।
মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী মঞ্জু সেন, দুই মেয়ে শৈলি সেন ও প্রিয়াংকা সেনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাক্সক্ষী।
জর্জ স্বপন কুমার সেনের মৃত্যুতে শোক জানিয়েছেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া। তাঁরা বলেন, ‘আমরা ঢাকা ক্রেডিটের ক্রেডিট কমিটির প্রাক্তন সেক্রেটারি ও ঢাকা ক্রেডিটের কর্মী শৈলি সেনের বাবা জর্জ স্বপন কুমার সেনের মৃত্যুতে শোক প্রকাশ করছি। তাঁর শোকার্ত পরিবারের প্রতি জানাই সমবেদনা। তাঁর আত্মার চিরশান্তি কামনা করছি। তিনি সমবায়ে যে অবদান রেখে গেছেন, তা মানুষ দীর্ঘদিন মনে রাখবেন।’
উত্তরখানের কাঁচকুড়িতে নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাধিস্থ করা হয় বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।