ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ বিসিএ’র দপ্তর সম্পাদক স্বপন রোজারিওর ভাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ

বিসিএ’র দপ্তর সম্পাদক স্বপন রোজারিওর ভাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ

0
364

বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনর কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক স্বপন রোজারিও’র বড় ভাই ম্যানুয়েল রোজারিও অসুস্থাবস্থায় গাজীপুর জেলার কালিগন্জ থানাধীন তুমিলিয়া ইউনিয়নের হাড়িখোলা গ্রামের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। পেশাগত জীবনে ম্যানুয়েল রোজারিও তুমিলিয়া বালক উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। এ ছাড়া তিনি তুমিলিয়া খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:-এর ভাইস-চেয়ারম্যান, ডিরেক্টর, ঋণদান পরিষদের চেয়ারম্যান ও সেক্রেটারি হিসেবে মোট পাঁচবার বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছেন।
মি. ম্যানুয়েল রোজারিও-এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন। এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও ও মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া এক শোকবার্তায় তাঁর আত্মার কল্যাণ কামনা করেছেন এবং পরিবারের সকলের প্রতি সমবেদনা জানিয়েছেন। – প্রেস বিজ্ঞপ্তি।