ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট শুধু ঢাকা ক্রেডিট নয়, আপনারা বাংলাদেশকেও সমৃদ্ধ করছেন: প্রতিমন্ত্রী চুমকী

শুধু ঢাকা ক্রেডিট নয়, আপনারা বাংলাদেশকেও সমৃদ্ধ করছেন: প্রতিমন্ত্রী চুমকী

0
1283

বিভিন্ন প্রকল্প গ্রহণের মধ্য দিয়ে শুধু ঢাকা ক্রেডিট নয়, আপনারা বাংলাদেশকেও সমৃদ্ধ করছেন বলে মন্তব্য করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী।

৮ ফেব্রুয়ারি, বুধবার সন্ধা ৬টায় ঢাকা ক্রেডিট-এর অর্থায়নে ঢাকার মনিপুরিপাড়ায় নিজস্ব ভবনে আন্তর্জাতিক মানের চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

নাম ফলক উন্মোচন করছেন প্রধান অতিথি প্রতিমন্ত্রী চুমকী এবং অন্যান্য অতিথিরা
নামফলক উন্মোচন করছেন প্রধান অতিথি প্রতিমন্ত্রী চুমকী এবং অন্যান্য অতিথিবৃন্দ

তিনি আরো বলেন, ‘এমন একটি চাইল্ড কেয়ার নিয়ে সরকার চিন্তা করেছে কিন্তু আপনারা শুরু করেছেন। আপনারা পাইওনিয়ার হয়ে গেলেন। সেবার ক্ষেত্রে খ্রিষ্টান সম্প্রদায় দেশে অনন্য নজির স্থাপন করেছে। প্রয়োজনে সরকার শিশুদের দেখভালর জন্য বিভিন্ন ক্ষেত্রে আপনাদের পরামর্শ নেবে।’ তিনি বলেন, ‘মায়েরা সবসময় তাদের বাচ্চাদের নিয়ে সংশয়ে থাকে। পরিবার, বাচ্চাদের কথা ভাবতে ভাবতে তাদের উন্নয়ন বাধাগ্রস্থ হয়। এর মধ্য দিয়ে তারা নিজেদের ভাবার সুযোগ পাবে, কর্মক্ষেত্রে স্বাধীন ভাবে কাজ করতে পারবে, তাদের ক্ষমতায়ণ হবে। শিশুদের জন্যে যে উদ্যোগ আপনারা নিয়েছেন সেটি ভবিষ্যতে তাদের সুনাগরিক ও আদর্শ দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।’ পরে তিনি শিশু ও নারীদের উন্নয়নে সরকারের পক্ষ থেকে সবধরণের সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি তিনি ঢাকা ক্রেডিটের বিভিন্ন কাজের ভূয়সী প্রশংসা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা

ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজের সভাপত্বিতে ও সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া, ঢাকা মেট্রোপলিটন খ্রীষ্টান হাউজিং এর প্রেসিডেন্ট আগষ্টিন পিউরীফিকেশন, ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট হিউবার্ট গমেজ, বর্তমান উপদেষ্টা সাইমন গমেজ, হেলেন রোজারিও, ফাদার রিপন ডি’ রোজারিওহসহ আরো অনেকে।

ফিতা কেটে ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারের উদ্বোধন করছেন প্রধান অতিথি এবং অন্যান্যরা
ফিতা কেটে ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারের উদ্বোধন করছেন প্রধান অতিথি এবং অন্যান্যরা

নির্মল রোজারিও তার বক্তব্যে বলেন, ‘ঢাকা ক্রেডিট শিশুদের নিয়ে যে উদ্যোগ নিয়েছে আমারা সবাই এ উদ্যোগের সঙ্গে থাকবো, সহযোগিতা করবো। শিশুদের নিয়ে ডিসি চাইল্ড কেয়ার আগামী দিনে সামনে থেকে নেতৃত্ব দেবে, কাজ করবে।’ তিনি নারী ও শিশুদের জন্যে ঢাকা ক্রেডিটের গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রশংসা করেন।

ঢাকা মেট্রোপলিটন খ্রীষ্টান হাউজিং এর প্রেসিডেন্ট আগষ্টিন পিউরীফিকেশন বলেন, ‘ঢাকা ক্রেডিটের ব্যতিক্রমী এই উদ্যোগ সবার কল্যাণে আসবে, বিশেষভাবে নবদম্পতিদের জন্যে। ঢাকা ক্রেডিট ইতিমধ্যে যে সমস্ত উদ্যোগ হাতে নিয়েছে তা অত্যন্ত প্রশংসীয় এবং জনবান্ধব। তারা আরো বিভিন্ন প্রকল্প হাতে নেবে এবং মানুষের সেবায় কাজ করে যাবে এই প্রত্যাশা করি।’

ডিসি চাইল্ড কেয়ারের স্বপ্নদ্রষ্টা এবং ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ বলেন, ‘ দুই বছর আগে চাইল্ড কেয়ার প্রতিষ্ঠার স্বপ্ন ও পরিকল্পনা করেছিলাম। আজ তা বাস্তবে রূপ নিল। নবদম্পতিদের জন্যে বাচ্চা দেখাশোনার পাশাপাশি চাকরী করা অনেক চ্যালেঞ্জের। ক্রমবর্ধমান হারে বাচ্চাদের নিরাপত্তা ও শিক্ষাদানের চাহিদা বাড়ছে। তাদের কথা মাথাই রেখেই আমাদের এই উদ্যোগ।’ একটু পেছনে ফিরে গিয়ে তিনি বলেন, ‘দুই বছর আগে অফিসিয়াল ট্যুারে পেরু যাওয়ার পথে সিঙ্গাপুরে যাত্রা বিরতি করার সময়ে সেখানকার সাতটি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টার ঘুরে দেখার সুযোগ হয়েছিল। দেখার পর অন্তর থেকে শিশুদের জন্যে কিছু করার তাগিদ অনুভব করছিলাম। যেখানে পারিবারিক আবহে তারা  বেড়ে ওঠা ও মানসম্মত শিক্ষার সুযোগ পাবে। একজন আদর্শ নাগরিক হয়ে গড়ে উঠবে।

পাশাপাশি দম্পতিরা ঝুট-ঝামেলাহীন ও নিশ্চিন্তে চাকরী করতে পারবে।’ তিনি আরো বলেন, ‘ ঢাকা ক্রেডিটের মাধ্যমে আমরা সমন্বিত আর্থ-সামাজিক উন্নয়ন ঘটাতে চাই। এই ডিসি চাইল্ড কেয়ার তারই একটি বাস্তবায়ন। নেতৃত্বদানকারী ইউনিয়ন হিসেবে সামাজিক দায়িত্ববোধ থেকে ঢাকা ক্রেডিট এটি করেছে। সিঙ্গাপুরে আরো সাতটি আন্তর্জাতিক মানের চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টরের প্রধান নির্বাহী ও উপদেষ্টার সার্বিক তত্ত্বাবধানে এটি পরিচালিত হচ্ছে।’ ঢাকা ক্রেডিট নারী ও শিশুদের উন্নয়নে সবসময় বদ্ধপরিকর বলেও তিনি মত দেন।

এর আগে প্রধান অতিথিসহ অন্যরা ডিসিচাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। তারা প্রতিষ্ঠানটির শিক্ষক, অভিভাবক এবং শিশুদের সাথে কুশল বিনিময় করেন। একই দিন কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং কর্মজীবি বোনদের আবাসন সমস্যা নিরসনে ঢাকা ক্রেডিট ছাত্রী হোস্টেল-২ এর উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি এবং অন্যান্যরা শিশুদের শিক্ষামূলক পরিচর্যা পরিদর্শন করছেন অতিথিরা
প্রধান অতিথি এবং অন্যান্যরা শিশুদের শিক্ষামূলক পরিচর্যা পরিদর্শন করছেন

প্রথমবারের মতো বাংলাদেশে আন্তর্জাতিকমানের চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টার এটাই প্রথম। ঢাকা ক্রেডিট একটি সমবায়ী আর্থিক প্রতিষ্ঠান। সাধারণের আর্থিক উন্নতির পাশাপাশি সামাজিক উন্নয়ন এবং নিরাপত্তার লক্ষে ঢাকা ক্রেডিট বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করছে। এর মধ্যে আন্তর্জাতিকমানের ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টার একটি ব্যতিক্রমী উল্লেখযোগ্য প্রকল্প।

ঢাকায় জাতীয় সংসদভবনের পূর্বপাশে ৮৮/৫ নম্বর মনিপুরীপাড়ায় নিজস্ব ক্যাাম্পাসে মনোরম পরিবেশে ঢাকা ক্রেডিট প্রতিষ্ঠা করেছে এই চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টার। সিঙ্গাপুরে সাতটি আন্তর্জাতিকমানের চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারের সিইও ও পরিচালক ডেভিড ওয়াং উই লী-এর কনসালটেন্সীর মাধ্যমে এবং প্রশিক্ষিত শিক্ষয়িত্রীদের দ্বারা ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টার-এর যাত্রা শুরু হলো।

এই সেন্টারে ঘরোয়া পরিবেশে শিশুদের বেড়ে ওঠা এবং ক্যাম্ব্রিজ পাঠ্যক্রমের মাধ্যমে পড়াশোনার ভিত্তি তৈরি করে দেওয়ার প্রত্যয়ে ঢাকা ক্রেডিট এই মহতী উদ্যোগ হাতে নিয়েছে।

‘সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সম্পূর্ণ মনোরম পরিবেশে নিরাপত্তাসহ শিশুদের থাকা-খাওয়া, লেখাপড়া ও দিবানিদ্রার ব্যবস্থা রয়েছে। এখানে তারা বিভিন্ন শিক্ষামূলক খেলাধুলা, নিজের চিন্তা-চেতনার সাথে বাস্তবতার তুলনামূলক শিক্ষা গ্রহণ করতে পারবে এবং পরিস্কার-পরিচ্ছন্নতার মধ্য দিয়ে আনন্দপূর্ণ সময় যাপন করবে।’ আন্তর্জাতিকমানের সেবা প্রদানের লক্ষে সেন্টারে নিয়োগপ্রাপ্ত শিক্ষয়িত্রীদের সিঙ্গাপুরের পেশাগত চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টার দেড় বছর থেকে ৬ বছর বয়সী ধর্ম-বর্ণ-গোত্র সকল শিশুর জন্য উন্মুক্ত।

আরবি/এসএস/ ৮ ফেব্রুয়ারি, ২০১৭