ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ অনন্তধামে পাড়ি জমালেন ফাদার বিপুলের পিতা দীপ্তি জন দাস

অনন্তধামে পাড়ি জমালেন ফাদার বিপুলের পিতা দীপ্তি জন দাস

0
411

ডিসিনিউজ ।। নিউজ ডেক্স

ফাদার বিপুল ডেভিট দাস সিএসসি’র পিতা দীপ্তি জন দাস ঈশ্বরের ডাকে সাড়া দিয়ে অনন্ত ধামে চলে গেলেন।

১১ আগস্ট বিকাল সাড়ে ৩টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি কয়েকদিন যাবৎ শ্বাসকষ্টে ভুগছিলেন।

আজ বেলা ১০টায় অন্ত্যেষ্টিক্রিয়ার খ্রিষ্টযাগ শেষে তাকে সমাধিস্থ করা হয়।

জন দাশ ১১৫০ সালে ১৬ ফেব্রুয়ারি বরিশালের আগৈলঝাড়া থানার পতিহারে জন্মগ্রহণ করেন। তিনি খুলনায় ইস্টার্ন জুট মিলে মিস্ত্রি হিসেবে চাকরি করেছেন। সেখান থেকে অবসর নিয়ে নিজ বাড়িতেই কৃষি কাজের মাধ্যমে সময় কাটাতেন। তার তিন ছেলে-মেয়ের মধ্যে বড় ছেলে ফাদার বিপুল ডেভিট দাস হলিক্রস সম্প্রদায়ের একজন যাজক।

জন দাস ছিলেন একজন সহজ-সরল ও ধর্মপ্রাণ ব্যক্তি। তিনি সদালাপী ও হাস্যোজ্জ্বল ব্যক্তি ছিলেন। ঈশ্বর তার এই সন্তানকে চিরশান্তি দান করুন।