শিরোনাম :
ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশনের ত্রাণ কার্যক্রম শুরু (ভিডিও)
ডিসিনিউজ ।। ঢাকা
আজ (১২ আগস্ট) থেকে শুরু হয়েছে ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ কার্যক্রম।
করোনা অতিমারি মোকাবেলা ও সাধারণ জনগণের পাশে থেকে এই দুর্যোগকালীন সময়ে সহযোগিতার হাত প্রসারণ করতে ফাদার চার্লস জে. ইয়ং ফাউন্ডেশন করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যপণ্য ও স্বাস্থ্য সামগ্রী প্রদান করছে। ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডমিনিক রঞ্জন পিউরীফিকেশনের ত্বত্তাবধানে কয়েকটি ধাপে এই ত্রাণ বিতরণ কার্যক্রম চলবে।
সকাল সাড়ে ৬টায় মোহম্মদপুরস্থ শিয়োন টালিথাকুমি চার্চ প্রঙ্গণে ৮৯টি করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। ত্রাণ পণ্যের মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলুসহ খাদ্য দ্রব্য এবং ৫টি করে মানসম্পন্ন মাক্স ও স্বাস্থ্য সামগ্রী। এ ছাড়াও অংশ হিসেবে ছিল করোনা ও ডেঙ্গু প্রতিরোধী ডাক্তারী পরামর্শ। তাছাড়া এর অংশ হিসেবে থাকবে অভিজ্ঞ ডাক্তারদের ফ্রি টেলিমেডিসিন সেবা।
সকালের ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস, সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ট্রেজারার রতন পিটার কোড়াইয়া, ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন, ঢাকা ক্রেডিরে বোর্ড অব ডিরেক্টর পল্লব লিনুস ডি’রোজারিও, প্রধান নির্বাহী অফিসার লিটন টমাস রোজারিও, সিও সুইটি সিসিলিয়া পিউরীফিকেশন, মার্কেটিং ম্যানেজার ইনচার্জ স্ট্যানিসলাউস সোহেল রোজারিওসহ আরও অনেকে।
এ সময় ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বলেন, ‘ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশন এই করোনা সংকটে অসহায়দের পাশে এগিয়ে এসেছে, তাই এর সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। পনের’শর অধিক পরিবারকে এই ত্রাণ কার্যক্রমের আওতায় আনা হবে। যেসকল প্রতিষ্ঠান ও ব্যক্তি তাদের অনুদান দিয়ে এই কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা।’
সেক্রেটারি হেমন্ত আই. কোড়াইয়া বলেন, ‘ঢাকা ক্রেডিট সব সময় সদস্য ও দেশের মানুষের কথা ভাবে। তাই ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশনের মাধ্যমে করোনা সংকট মোকাবেলায় সহযোগিতা করে যাচ্ছে। যারা করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুঃখে-কষ্টে দিনানিপাত করছে, তাদের মাঝে খাদ্য শস্য বিতরণ ও স্বাস্থ্য সামগ্রী প্রদান করে ফাউন্ডেশনের মাধ্যমে আমরা আত্মমানবতার সেবায় এগিয়ে এসেছি। আশা করি সকলের সহযোগিতায় আমরা আরও বেশি সহযোগিতার হাত প্রসারণ করতে পারবো।’
এ সময় আরও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ট্রেজারার রতন পিটার কোড়াইয়া, ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন, প্রধান নির্বাহী অফিসার লিটন টমাস রোজারিও প্রমুখ।
এই ত্রাণ কার্যক্রমের সবচেয়ে বড়ো অংশিদার হয়েছে দেশসেরা সমবায় প্রতিষ্ঠান ঢাকা ক্রেডিট। ফাউন্ডেশনটির মাধ্যমে ত্রাণ কার্যক্রমে প্রায় ৭৫ শতাংশ অর্থ সহায়তা দিয়েছে ঢাকা ক্রেডিট। এ ছাড়াও বিভিন্ন ক্রেডিট, প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়েও অর্থ সহায়তার মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়েছে।