ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট সাভারে ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

সাভারে ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

0
471

ডিসিনিউজ ॥ ঢাকা

সাভারের ধরেন্ডায় ও জিরানীতে বসবাসরত করোনায় ক্ষতিগ্রস্ত ১৪১ পরিবার পেল ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশন থেকে ত্রাণ সহায়তা ।

২২ আগস্ট সকাল এগারটায় ধরেন্ডা ধর্মপল্লীর পূর্ব রাজাসনে প্রদীপ স্ট্যানলী গমেজ কমিউনিটি সেন্টারে ত্রাণ গ্রহণ কওে করোনায় ক্ষতিগ্রস্ত ১৩০ পরিবার। এই সময় উপস্থিত ছিলেন ধরেন্ডা ধর্মপল্লীর সহকারী পাল-পুরোহিত শিশির কোড়াইয়া, ঢাকা ক্রেডিটের ডিরেক্টর পল্লব লিনুস ডি’রোজারিও, সুপারভাইজরি কমিটির সেক্রেটারি প্রিয়ন্ত সি. কস্তা, ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশনের সেক্রেটারি লিটন টমাস রোজারিও, নির্বাহী পরিচালক ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন, ঢাকা ক্রেডিটের অতিরিক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা শীরেন সিলভেষ্টার গমেজ, চিফ অফিসার জোনাস গমেজ, ঢাকা ক্রেডিটের উপদেষ্টা প্রভাত ডি’রোজারিও, ধরেন্ডা পালকীয় পরিষদের সদস্য নিয়তি শান্তি রানী রোজারিও, ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:-এর সেক্রেটারি জুয়েল সিরিল কস্তা, ধরেন্ডা মিশন তরুণ সংঘের প্রেসিডেন্ট ক্লিন্টন রোজারিওসহ আরও অনেকে ও  উপকারভোগীগণ।

বিকাল ৪টায় ত্রাণ দেওয়া হয় জিরানীস্থ পিমে মিশনারিদের পরিচালিত যিশু কর্মী সেন্টারে। সেখানে করোনায় ক্ষতিগ্রস্ত ১১ পরিবারে দেওয়া হয় ত্রাণ সহায়তা। এই সময় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ডিরেক্টর পল্লব লিনুস ডি’রোজারিও, সিস্টার শ্যামলী কোড়াইয়া পিমে, কাটেখিস্ট দিপক পিয়াস হালদার, ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন, ঢাকা ক্রেডিটের অতিরিক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা শীরেন সিলভেষ্টার গমেজ, চিফ অফিসার জোনাস গমেজসহ উপকার ভোগীগণ।

ধরেন্ডা ধর্মপল্লী ও জিরানীর উপকার ভোগীগণ ত্রাণ সহায়তা পেয়ে ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশনের কর্মকর্তাদের কৃতজ্ঞতা জানান।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বক্তাগণ বলেন, ফাদার চালর্স জে. ইয়াং ফাউন্ডেশনের মাধ্যমে ভবিষ্যতে অনেক মানুষ সেবা পাবেন এবং তাদের জীবন মান পরিবর্তন করতে পারবেন। ছড়িয়ে দেওয়া হবে ফাদার চালর্সের মূল্যবোধ। ফাউন্ডেশনের তহবিলে যে যার সাধ্য মতো দান করার আহ্বান জানানো হয়।

ফাউন্ডেশন থেকে উপকার ভোগীগণ পরিবার প্রতি পেয়েছেন ২০ কেজি চাল, ৩ কেজি আলু, ২ কেজি ডাল, ২ কেজি পেয়াজ, ২ লিটার তেল, ১ কেজি লবণ এবং ৫ টি করে মাস্ক। ধরেন্ডা গির্জার ফাদারদের জন্য দেওয়া হয়েছে বেশ কয়েকটি পিপিই, মাস্ক ও ৫ লিটার হ্যান্ড স্যানিটাইজার।

প্রসঙ্গত, বৈশি^ক করোনা অতিমারিতে ১৬০০ করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারে ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশন ত্রাণ বিতরণ করেছে। খাদ্য সামগ্রী ছাড়াও দেওয়া হয়েছে বিভিন্ন স্থানে ৪০০টি পিপিই ও ১০০ লিটার হ্যান্ড স্যানিটাইজার। ঢাকা, মুন্সিগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে যেসকল পরিবার করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিগত এক সপ্তাহ ধরে তাদের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়।