ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট কালীগঞ্জের রাঙ্গামাটিয়ায় দুস্থদের মাঝে ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

কালীগঞ্জের রাঙ্গামাটিয়ায় দুস্থদের মাঝে ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

0
361

ডিসিনিউজ ॥ ঢাকা

কালীগঞ্জের রাঙ্গামাটিয়ায় করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করে ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশন।

২৭ আগস্ট সকাল ৯টায় রাঙ্গামাটিয়ার চার্চ কমিউনিটি সেন্টারে ফাউন্ডেশন ৬৪টি দুস্থ পরিবারের মধ্যে এই ত্রাণ বিতরণ করে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান পংকজ গিলবার্ট কস্তা, নির্বাহী পরিচালক ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন, রাঙ্গামাটিয়া চার্চের পাল-পুরোহিত ভিনসেন্ট খোকন গমেজ, রাঙ্গামাটিয়া খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:,-এর চেয়ারম্যান প্রবীন ডমিনিক কস্তা, তুমিলিয়া ১ নং ওয়ার্ডের ইউপি মেম্বর সাগর রোজারিও, ঢাকা ক্রেডিটের উপদেষ্টা রাখাল সুবাস গমেজ, ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর সজল যোসেফ গমেজ, আনন্দ ফিলিপ পালমা, ক্রেডিট কমিটির চেয়ারম্যান সুকুমার লিনুস ডি’ক্রুজ, সেক্রেটারি জনি গমেজসহ আরো অনেকে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান পংকজ গিলবার্ট কস্তা বলেন, ‘ফাদার ইয়াং আর্থসামাজিক উন্নয়নের জন্য ক্রেডিট ইউনিয়ন প্রতিষ্ঠা করেছিলেন। তিনি চেয়েছিলেন সাধারণ মানুষের যেন দুর্দশা দূর হয়। এই উদ্দেশেই ফাদার ইয়াংকে স্মরণীয় করে রাখতে আমরা তাঁর নামে ফাউন্ডেশন করেছি। এমন কোনো সমবায়ী নেই, যারা ফাদার ইয়াং-এর নাম শোনেনি। ফাদার ইয়াং-এর আদর্শ সকলের কাছে পৌঁছে দিতে আমাদের এই ফাউন্ডেশনের প্রচেষ্টা। এই ফাউন্ডেশন জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য কাজ করবে।’

তিনি আরও বলেন, ‘এই করোনা অতিমারিতে অসংখ্য মানুষ দুর্দশায় পতিত হয়েছেন। আমরা দুর্দশাগ্রস্ত মানুষের পাশে থেকে ত্রাণ সহায়তার মাধ্যমে কাজ করে যাচ্ছি। এই ফাউন্ডেশনের উদ্দেশ্যই হচ্ছে অসহায় দুস্থদের সহযোগিতা করা। এ ছাড়াও এই ফাউন্ডেশনের মাধ্যমে আমরা উচ্চশিক্ষায় বৃত্তি প্রদান ও গবেষণাসহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখবো।’

করোনা অতিমারি মোকাবেলা ও সাধারণ জনগণের পাশে থেকে এই দুর্যোগকালীন সময়ে সহযোগিতার হাত প্রসারণ করতে ফাদার চার্লস জে. ইয়ং ফাউন্ডেশন করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যপণ্য ও স্বাস্থ্য সামগ্রী প্রদান করছে। ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডমিনিক রঞ্জন পিউরীফিকেশনের ত্বত্তাবধানে কয়েকটি ধাপে এই ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ পণ্যের মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলুসহ খাদ্য দ্রব্য এবং ৫টি করে মানসম্পন্ন মাস্ক ও স্বাস্থ্যসামগ্রী। এ ছাড়াও অংশ হিসেবে ছিল করোনা ও ডেঙ্গু প্রতিরোধী ডাক্তারী পরামর্শ। তাছাড়া এর অংশ হিসেবে থাকবে অভিজ্ঞ ডাক্তারদের ফ্রি টেলিমেডিসিন সেবা। এ ছাড়াও বিভিন্ন চার্চের কবরখোরকদের জন্য প্রদান করা হয়েছে পিপি, হ্যান্ড স্যানিটারাইজ, মাস্কসহ বিভিন্ন স্বাস্থ্যসামগ্রী।

এই ত্রাণ কার্যক্রমের সবচেয়ে বড়ো অংশিদার হয়েছে দেশসেরা সমবায় প্রতিষ্ঠান ঢাকা ক্রেডিট। ফাউন্ডেশনটির মাধ্যমে ত্রাণ কার্যক্রমে প্রায় ৭৫ শতাংশ অর্থ সহায়তা দিয়েছে ঢাকা ক্রেডিট। এ ছাড়াও বিভিন্ন ক্রেডিট, প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়েও অর্থ সহায়তার মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়েছে।