ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট অনুষ্ঠিত হলো ঢাকা ক্রেডিটের ট্রেজারার পিটার রতন কোড়াইয়ার মায়ের চল্লিশা

অনুষ্ঠিত হলো ঢাকা ক্রেডিটের ট্রেজারার পিটার রতন কোড়াইয়ার মায়ের চল্লিশা

0
396

ডিসিনিউজ ।। তুইতাল

২৭ আগস্ট, ঢাকা ক্রেডিটের ট্রেজারার রতন পিটার কোড়াইয়ার মা ক্লারা রেনু কোড়াইয়ার চল্লিশা অনুষ্ঠিত হয়।

পুরান তুইতালের সেন্ট যোসেফ ক্লাবে উক্ত চল্লিশার আয়োজন করা হয়। চল্লিশানুষ্ঠানের খ্রিষ্টযাগ উৎসর্গ করেন ফাদার লেনার্ড শংকর রোজারিও সিএসসি, ফাদার সুব্রত বনিফাস টলেন্টিনু, ফাদার এডমন্ড ক্রুশ সিএসসি, ফাদার সুশান্ত গমেজ সিএসসি, ফাদার রবি ডি’রোজারিও ওএমআই ও ফাদার লের্নাড রোজারিও। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও ও মহাসচিব এবং ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর পল্লব ডি’রোজারিও, ক্রেডিট কমিটির সদস্য লরেন্স পিটার গমেজ ও অন্তর মানখিনসহ আরো অনেকে।

খ্রিষ্টযাগের উপদেশে ফাদার সুব্রত টলেন্টিনু বলেন, ‘জীবনের সব থেকে বড় সত্য হলো মৃত্যু। মৃত্যুর মাধ্যমে আমরা অনন্ত জীবনে প্রবেশ করি। মৃত্যুর মাধ্যমে আমরা স্বর্গে প্রবেশ করি। আমরা আমাদের ভালো কাজের মাধ্যমে প্রভুর সাথে মিলিত হবো।’

বিসিএ প্রেসিডেন্ট নির্মল রোজারিও বলেন, ‘পল কোড়াইয়া জীবিতকালে অনেক সামাজিক কাজের সাথে জড়িত ছিলেন। এই কাজ করার জন্য অনুপ্রেরণা প্রদান করতেন তার স্ত্রী ক্লারা রেনু কোড়াইয়া। পল কোড়াইয়া ও রেনু কোড়াইয়া অন্য পরিবাবের জন্য কাজ করেছেন এবং সমাজের জন্য কাজ করেছেন। আমরা তাদের আত্মার কল্যাণ কামনা করি।

ঢাকা ক্রেডিট পরিবার প্রয়াত পল কোড়াইয়া ও রেনু কোড়াইয়ার আত্মার চিরকল্যাণ কামনা করে।