ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট বড় গোল্লায় ঢাকা ক্রেডিটের সদস্যদের নিয়ে মতবিনিময় সভা

বড় গোল্লায় ঢাকা ক্রেডিটের সদস্যদের নিয়ে মতবিনিময় সভা

0
602

জেমস আনজুস || বান্দুরা

ঢাকা ক্রেডিটের হাসনাবাদ সেবাকেন্দ্রের উদ্যোগে গোল্লা মিশনের বড় গোল্লা গ্রামের ক্লাবঘরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত সভায় আলোচ্য বিষয়: ঢাকা ক্রেডিটের কাছে আপনার প্রত্যাশা। অনুষ্ঠানে মঞ্চে আসন গ্রহন করেন ঢাকা ক্রেডিটের উপদেষ্টা পরিমল গমেজ, বড় গোল্লা গ্রামের মাদ্বর সুজিত গমেজ , হেমন্ত ডি কস্তা, নির্মল গমেজ।

অনুষ্ঠানে ঢাকা ক্রেডিটের বিভিন্ন সঞ্চয়ী ও ঋণ প্রোডাক্ট গ্রামবাসীর সামনে তুলে ধরেন হাসনাবাদ সেবাকেন্দ্রের অফিসার ইনচার্জ জেমস আনজুস। এরপর গ্রামের পক্ষ থেকে বলা হয়, গোল্লা মিশনে নিয়মিত অফিস করার জন্য তারা অনুরোধ করেন। তারা বলেন বড় গোল্লা গ্রামে সপ্তাহে দুইদিন লেনদেন অপ্রতুল। তারা নিয়মিত টাকা উত্তোলনের জন্য এটিএম মেশিন স্থাপনের দাবি জানান।

মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা ঢাকা ক্রেডিটের বিভিন্ন প্রডাক্ট সম্পর্কে জেনে সন্তুষ্টি প্রকাশ করেন। তারা গোল্লা মিশনে ঢাকা ক্রেডিটের সদস্য বৃদ্ধি করার জন্য জন্য সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে মোট ৮০ জন গ্রামবাসী উপস্থিত ছিল।

ঢাকা ক্রেডিট হাসনাবাদ সেবাকেন্দ্র পর্যায়ক্রমে সেবাকেন্দ্রের অন্তর্ভুক্ত প্রতিটি গ্রামে এই অনুষ্ঠান আয়োজন করবে।

বড়গোল্লা গ্রামের সমাজ এবং ক্লাবের সহযোগিতায় সুন্দর ভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়।

ছায়া গমেজের প্রার্থনার অনুষ্ঠান শুরু হয় এবং দিপালী গমেজের প্রার্থনার মধ্য দিয়ৈ অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

সেবাকেন্দ্র হতে রানা পিটার গমেজ, পিটার রজত বিশ্বাস, রতন ভিনসেন্ট গমেজ, ডমিনিক রঞ্জিত গমেজ এবং জেমস আনজুস অনুষ্ঠান পরিচালনায় দায়িত্ব পালন করেন।