শিরোনাম :
খ্রীষ্টিয়ান বহুমুখী সমিতির নির্বাচন: বিনয় গোস্বামী প্যানেলের সংখ্যাগরিষ্ঠ জয় লাভ
ডিসিনিউজ ।। ঢাকা
অনুষ্ঠিত হলো ঢাকা খ্রীষ্টিয়ান বহুমুখী সমবায় সমিতি লিঃ-এর সাধারণ নির্বাচন। বিনয় গোস্বামী প্যানেল সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে জয়ী হয়েছে। নির্বাচনের ফলাফল নিশ্চিত করেছেন স্টেয়ারিং কমিটির নারী কর্মী করবী জয়ধর।
তিনি জানান, নির্বাচন সুষ্ঠু ও নিরবিচ্ছিন্নভাবে অনুষ্ঠিত হয়েছে। ভোটারগণ নিজ নিজ ইচ্ছানুযায়ী ভোট প্রদান করেছেন এবং দিন শেষে সুষ্ঠুভাবে ভোট গণনার পর ফলাফল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। এতে বিনয় গোস্বামীর প্যানেল সংখ্যাগরিষ্ঠতায় জয়ী হয়েছেন।
তিনি উল্লেখ করে বলেন, ‘সবচেয়ে ইতিবাচক দিক হলো উভয় প্যানেলে তিন জন নারী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং তিনজনই বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তারা উভয় দল থেকে নির্বাচিত হওয়া মানে নারীদের গ্রহণযোগ্যতার বর্হিপ্রকাশ। নারীদের এই অর্জন বহুমুখী সমিতির জন্য একটি ইতিবাচক দিক এবং নারীদের অবস্থান সুদৃঢ় করবে।’
১৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মগবাজার জাতীয় চার্চ পরিষদ প্রঙ্গণে সমিতির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিনয় গোস্বামী ও সুরেন মন্ডলের প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। রাত সাড়ে ৮টায় ভোট গণনা শেষে নির্বাচন কমিশন বিনয় গোস্বামী প্যানেলের সংখ্যা গরিষ্ঠতার ভিত্তিতে জয় লাভের ঘোষণা দেন। অপর দিকে সুরেন মন্ডল প্যানেলের তিনজন প্রার্থী ভাইস-চেয়ারম্যান ও ২ জন পরিচালনা কমিটির সদস্য নির্বাচনে জয় লাভ করেন।
নির্বাচনে জয় লাভে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া বিজয়ীদের শুভেচ্ছা জানান। বহুমুখী সমিতি সমানের দিকে এগিয়ে নিয়ে যেতে ঢাকা ক্রেডিট সব সময় নির্বাচিত নতুন বোর্ডকে সহযোগিতা দিয়ে যাবে বলে তারা আশ্বাস দেন।