ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ সমবায়ের ভ্রাম্যমান ইউনিটের ‘ভ্রাম্যমান সমবায় প্রশিক্ষণ’ অনুষ্ঠিত

সমবায়ের ভ্রাম্যমান ইউনিটের ‘ভ্রাম্যমান সমবায় প্রশিক্ষণ’ অনুষ্ঠিত

0
348

ডিসিনিউজ ।। ঢাকা

ঢাকা জেলার তেজগাঁও থানাধীন সমবায় সমিতির সদস্যদের নিয়ে আয়োজন করা হয়েছে ‘ভ্রাম্যমান সমবায় প্রশিক্ষণ’।

২৩ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয়ের বিকে গুড কনফারেন্স হলে ঢাকা জেলা সমবায় কার্যালয়ের ভ্রাম্যমান প্রশিক্ষণ ইউনিট এই প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণ বাস্তবায়ন করে মেট্রোপলিটন থানা সমবায় কার্যালয়, তেজগাঁও, ঢাকা।

প্রশিক্ষণে তেজগাঁও থানাধীন বিভিন্ন সমবায় সমিতির ৩০ জন সদস্য অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, ঢাকার তেজগাঁও মেট্রোপলিটন সমবায় অফিসার মো. রেজাউল বারী, সহকারী পরিদর্শক আ. ওয়াহেদ সরদার, মোসা. জাকিয়া আক্তার, মো. আশিকুর রহমান পলাশ, সহকারী মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন প্রমুখ।

এ সময় বক্তারা সমবায় সমিতির উন্নতি এবং সদস্যদের উন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন। এ ছাড়াও বিভিন্ন সমিতির সম্মিলিত উদ্যোগের মাধ্যমে কিভাবে সমবায়ের মাধ্যমে অনেক বড় প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করে অর্থনৈতিক উন্নতি করা যায় সে বিষয়ে বিশদ আলোচনা করা হয়।

ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা বলেন, ‘সমবায়ে যারা জতিড়, আমরা যদি নির্লোভ হই, ঠিক মতো দায়িত্ব পালন করি, তাহলে আমরা অবশ্যই সমবায় খাত অনেক এগিয়ে যাবে। চলুন আমরা একটা প্রতিজ্ঞা নিই, আমারা যে সমিতিতে জড়িত আছি সেই সমিতিটাকে এগিয়ে নিয়ে যাই। নিজে আগালে গুষ্ঠি আগাবে, গুষ্ঠি আগালে এলাবার উন্নয়ন হবে, এলাকার উন্নয়ন হলে জেলা ও দেশের উন্নয়ন হবে।’

এ সময় বক্তারা বলেন, ‘প্রতিটি সমিতির সদস্যদের কিছু দায়বদ্ধতা থাকে। তাই আমাদের সচেতন হয়ে সকলের ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে। সেই সাথে আমাদের সমিতির লক্ষ্য ও উদ্দেশ্য সুন্দরভাবে আত্মস্থ করতে হবে।’

ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তার বক্তব্য শুনুন (নিচে)

ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তার বক্তব্য শুনুন।