ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট নাগরীতে ঢাকা ক্রেডিটের শিক্ষা সেমিনার

নাগরীতে ঢাকা ক্রেডিটের শিক্ষা সেমিনার

0
518

ডিসিনিউজ ।। গাজীপুর

গাজীপুরের কালীগঞ্জের নাগরীতে অনুষ্ঠিত হলো ঢাকা ক্রেডিটের শিক্ষা সেমিনার।

২৪ সেপ্টেম্বর সকাল ১০টায় নাগরীর সেন্ট নিকোলাস স্কুল এন্ড কলেজ হোস্টেল অডিটরিয়ামে ১৪ জন ঢাকা ক্রেডিটের নতুন সদস্যপদ প্রত্যাশিদের নিয়ে এই শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়।

শিক্ষা সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর মনিকা গমেজ ও ক্রেডিট কমিটির সেক্রেটারি জনি এস. গমেজ।

শুভেচ্ছা বক্তব্যে অতিথিরা নতুন সদস্যপদ প্রত্যাশিদের স্বাগত জানান। সেই সাথে ঢাকা ক্রেডিট সদস্যদের আর্থসামাজিক উন্নয়নের জন্য একজন আদর্শ সদস্য হওয়ার জন্য আহ্বান জানান।

শিক্ষা সেমিনারে ঢাকা ক্রেডিট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন মার্কেটিং বিভাগের ম্যানেজার সোহেল রোজারিও। তিনি ঢাকা ক্রেডিটের বিভিন্ন প্রডাক্ট ও প্রকল্প সম্পর্কে নতুন সদস্য পদ প্রত্যাশিদের উদ্দেশ্যে বিশদ ব্যাখ্যা করেন। সেই সাথে একজন আদর্শ সদস্য হওয়া এবং আর্থসামাজিক উন্নয়নের জন্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

শিক্ষা সেমিনার শেষে ১৪ জন সদস্যপদ প্রত্যাশি ঢাকা ক্রেডিটের সদস্য হন।

এর আগে ২২ সেপ্টেম্বর মিরপুরে ঢাকা ক্রেডিটের সদস্য হয়েছেন ৫০ জন