শিরোনাম :
ভাওয়াল ফুটবল টুর্নামেন্টে মাউসাইদ চ্যাম্পিয়ন (ভিডিও)
ডিসিনিউজ ॥ ঢাকা
অষ্টম আন্তঃভাওয়াল অঞ্চল ফুটবল টুর্নামেন্ট ২০২১-এ শিরোপা ঘরে তুলেছে মাউসাইদ জাগ্রত যুব সংঘ।
২৪ সেপ্টম্বর বিকালে ভাসানিয়া জাগ্রত যুব সংঘ আয়োজিত গাজীপুরের কালীগঞ্জের ভাসানিয়া বিডিপি স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখী হয় মাউসাইদ ধর্মপল্লীর মাউসাইদ জাগ্রত যুব সংঘ এবং তুমিলিয়া ধর্মপল্লীর অগ্রগামী যুব সংঘ (পিএইচবি)। অগ্রগামী যুব সংঘ (পিএইচবি)-এর সাথে মাউসাইদ জাগ্রত যুব সংঘ ২-৩ গোলে জয় লাভ করে।
ভাওয়াল অঞ্চলের বিভিন্ন ধর্মপল্লীর ১৬টি দল নক আউট পদ্ধতিতে বিগত কয়েক সপ্তাহ ধরে এই খেলায় অংশ গ্রহণ করে। ফাইনালে মাউসাইদের ছেলেরা ফুটবলে নৈপণ্য দেখিয়ে চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তুললো।
খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরী ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের মেম্বার হাজী আব্দুর বারেক মোল্লা, দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা এর সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, মঠবাড়ী খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর চেয়ারম্যান সঞ্চয় ডমিনিক রোজারিও, দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা এর ডিরেক্টর মনিকা গমেজ, দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা এর অতিরিক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন, দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি: এর লোন কমিটির সদস্য এবং ভাসানিয়া খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর সেক্রেটারি লিংকার্স রোজারিও, ভাসানিয়া খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর চেয়ারম্যান তপন রোজারিও, মাউসাইদ খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর চেয়ারম্যান সুমন ডি’কস্তা, মাউসাইদ খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর সাবেক চেয়ারম্যান ডেভিড প্রবীন রোজারিও, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের ভাসানিয়া শাখার সভাপতি বিনয় রোজারিও, ভাসানিয়া জাগ্রত যুব সংঘের সভাপতি জয় আন্তনী রোজারিও। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ভাসানিয়া বিডিপি স্কুলের ম্যানেজিং কমিটির ভাইস-চেয়ারম্যান সোহেল রোজারিও, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ভাসানিয়া জাগ্রত যুব সংঘের কর্মকর্তাগণ।
এই ধরনের ফুটবল টুর্নামেন্ট যুব সমাজকে খেলাধূলা চর্চা করতে উৎসাহিত করছে, পাশাপাশি যুব সমাজকে মাদক থেকে দূরে রাখছে বলে মনে করছেন এলাকাবাসী।