শিরোনাম :
পরলোকে ঝুনু তেরেজা বিশ্বাস
ডিসিনিউজ ॥ ঢাকা
ঝুনু তেরেজা বিশ্বাস অসুস্থাবস্থায় ফরিদপুরের কলিগ্রামে মারা গেছেন ২৩ সেপ্টেম্বর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি ঢাকা ক্রেডিটের ডিরেক্টর আনন্দ ফিলিপ পালমার বড়ো বোন।
পেশাজীবনে তিনি ছিলেন একজন আদর্শ গৃহিণী। পাশাপাশি তিনি ভালো হস্তশিল্পের কাজ জানতেন।
মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্বামী প্রভাত বিশ্বাস, ছেলে বিলাস বিশ্বাস, মেয়ে কলি বিশ্বাসসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী।
তাঁর মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া।