ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ তার্সিসিউস পালমা পুনরায় উত্তরবঙ্গ সমিতির চেয়ারম্যান নির্বাচিত

তার্সিসিউস পালমা পুনরায় উত্তরবঙ্গ সমিতির চেয়ারম্যান নির্বাচিত

0
523

ডিসিনিউজ ॥ ঢাকা
উত্তরবঙ্গ খ্রীষ্টান বহুমুখী সমবায় সমিতি লি: এর ২৫তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ২০২১ অনুষ্ঠিত হয় ৮ অক্টোবর। নির্বাচনে শুধু চেয়ারম্যান পদের জন্য চেয়ার প্রতিকে তার্সিসিউস পালমা ১৯০ ভোট পেয়ে বই প্রতিকে ১৮১ ভোট পাওয়া প্রতিদ্বন্দ্বিতা করা মিলন লুইস গমেজকে পরাজিত করেন। সমিতির অন্যান্য কর্মকর্তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নবনির্বাচিত উত্তরবঙ্গ সমিতির চেয়ারম্যান ডিসিনিউজকে বলেন, ‘আমি নির্বাচনী ইশতেহারে যেসব প্রতিশ্রুতি দিয়েছি, সেগুলো আগামী দিনগুলোতে পূরণ করবো। তার মধ্যে রয়েছে: সমিতির কার্যক্রম ডিজিটালাইজডকরণ, সমতিরি সদস্য বৃদ্ধিকরণ, নর্থ বেঙ্গল সেন্টার বাস্তবায়ন ও উত্তরবঙ্গবাসী খ্রিষ্টভক্তদের এক ছাতাতলে আনায়ন ইত্যাদি।’
সকাল ৯টায় তেজগাঁও চার্চ কমিউনিটি সেন্টারে শুরু হওয়া নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অন্যান্য যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন: কর্নেলিয়াস মিলন ডি’ক্রুজ- ভাইস-চেয়ারম্যান, পিউস ছেড়াও- সেক্রেটারি, বিজয় দাস-ম্যানেজার, রিচার্ড রবিনসন দাস- ব্যবস্থাপনা কমিটির সদস্য, বিমল রোজারিও- ব্যবস্থাপনা কমিটির সদস্য, রাজিব রবার্ট রোজারিও- ব্যবস্থাপনা কমিটির সদস্য, মুক্ত পিউরীফিকেশন- ব্যবস্থাপনা কমিটির সদস্য, রিপন টুডু- ঋণদান কমিটির চেয়ারম্যান, সঙ্গীতা মালো- ঋণদান কমিটির সদস্য, প্রভাত টুডু- পর্যবেক্ষণ কমিটির চেয়ারম্যান, পাইটি ছন্দা কস্তা- পর্যবেক্ষণ কমিটির সেক্রেটারি, লাভলী গমেজ- পর্যবেক্ষণ কমিটির সদস্য। তবে ট্রেজারার, তিনটি ব্যবস্থাপনা কমিটির সদস্যের পদ ও ঋণদান কমিটির সেক্রেটারির পদ এখনো শূণ্য রয়েছে।


উত্তরবঙ্গ খ্রীষ্টান বহুমুখী সমবায় সমিতি লি: এর নির্বাচন কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন তেজগাঁও মেট্রোপলিটান থানা সমবায় অফিসার মো: রেজাউল বারী, নির্বাচন কমিটির সদস্য ছিলেন তেজগাঁও মেট্রোপলিটান থানা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মোহাম্মদ আশিকুর রহমান পলাশ ও ঢাকা জেলা সমবায় কার্যালয়ের সরেজমনি তদন্তকারী মো: মঞ্জুরুল কবীর।
উত্তরবঙ্গ সমিতির সদস্য হয়ে থাকেন ঢাকায় অবস্থানরত উত্তরবঙ্গের দিনাজপুর ও রাজশাহীর অভিবাসী খ্রিষ্টভক্তরা।