শিরোনাম :
হ্যাপি সেন্ট ভ্যালেন্টাইন’স ডে!
আজ সেন্ট ভ্যালেন্টাইন’স ডে, বিশ্ব ভালবাসা দিবস। নানা আয়োজনে বিশ্বব্যাপী দিনটি উদযাপন করা হচ্ছে। আক্ষরিক অর্থে ভ্যালেন্টাইন ডে’তে দুটি হৃদয়ের সম্পর্কের কথা বলা হলেও ভ্যালেন্টাইন’স ডে’র ব্যাপকতা সার্বজনীন, এর পরিধি আরো বিশাল। ভালবাসা হতে পারে ছেলের সাথে মায়ের, বাবার সাথে মেয়ের, ভাইয়ের সাথে বোনের। ভালবাসা হয় বন্ধুর সাথে বন্ধুর, সহকর্মীর সাথে সহকর্মীর, প্রতিবেশীর সাথে প্রতিবেশীর। ভালবাসা হয় সকল ধর্মের, বর্ণের, জাতির মানুষের সাথে। ভালবাসা হতে পারে এক রাষ্ট্রের সাথে আরেক বন্ধুপ্রতিম রাষ্ট্রের। ভালবাসা ঈর্ষা করেনা, ভালবাসা ঘৃণা করতে জানেনা। ভালবাসা কোন শর্ত মেনে চলেনা। যেখানে যুদ্ধ, হানাহানি, সংঘাত বিরাজ করছে ভালবাসা সেখানে শান্তির বার্তা নিয়ে আসে। ভালবাসার শক্তি অসীম।ভালবাসা চিরসজীব, চিরঅম্লান, ভালবাসা অনন্তকাল ধরে স্থায়ী। ভালবাসার প্রকৃত সৌন্দর্য হৃদয়ে ধারন করে আমরা প্রতিদিনের জীবন সাজাই, সামনে এগিয়ে যায়। একে অন্যকে নি:শর্ত ভাবে ভালবাসি আর আনন্দময়, শান্তি ও সম্প্রীতির পৃথিবী গড়ে তুলি।
এসএস/আরবি/আরপি/১৪ ফেব্রুয়ারি, ২০১৭