শিরোনাম :
ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে দুর্গাপূজা উৎসব
ডিসিনিউজ ।। ঢাকা
ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে শিশুদের নিয়ে আয়োজন করা হয় শারদীয় দুর্গাপূজার উৎসব।
১৪ অক্টোবর, সকাল ১০টায় সেন্টারের প্রিন্সিপাল ডালিয়া রড্রিগ্সের তত্ত¡াবধানে শিক্ষকদের পরিচালনায় এই উৎসবের আয়োজন করা হয়।
এতে চাইল্ড কেয়ারের শিশুরা বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়। এই সময় প্রিন্সিপাল ডালিয়া রড্রিগ্স শিশুদের দুর্গাপূজা সম্পর্কে ধারণা দেন।
শিশুরা নাচ, গান, আবৃতিসহ বিভিন্ন পরিবেশনায় দুর্গাপূজার আনন্দ সহভাগিতা করে।
ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টার ঢাকা ক্রেডিটের একটি সামাজিক ও শিক্ষামূলক প্রকল্প। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ধর্মের শিশুরা এখানে মাতৃস্নেহে দিবাযত্ন ও ক্যাম্ব্রিজ পদ্ধতিতে শিক্ষা লাভ করে। ১৮ মাস থেকে ৬ বছর পর্যন্ত শিশুরা এখানে ভর্তি হতে পারে।