ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ রাঙ্গামাটিয়া সমিতির বার্ষিক সাধারণ সভা এবং নতুন অফিস ভবন উদ্বোধন

রাঙ্গামাটিয়া সমিতির বার্ষিক সাধারণ সভা এবং নতুন অফিস ভবন উদ্বোধন

0
340

শাওন রিবেরূ ।। গাজীপুর

অনুষ্ঠিত হলো রাঙ্গামাটিয়া খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:-এর বার্ষিক সাধারণ সভা এবং নতুন অফিস ভবন উদ্বোধনী অনুষ্ঠান।

২২ অক্টোবর, সকাল সাড়ে ১০টায় গাজীপুর জেলার কালিগঞ্জ থানার রাঙ্গামাটিয়া সমিতির ৫৪তম বার্ষিক সাধারণ সভা শুরু হয়।
কোরাম পূর্তি ঘোষণার পর সমিতির চেয়ারম্যান প্রবীন ডমিনিক কস্তার সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ৫ আসনের মাননীয় সংসদ সদস্য এবং মহিলা ও শিশু বিষয়ক সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাদার তুষার গমেজ, গাজীপুর জেলা সমবায় কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মির্জা ফারজানা শারমিন, ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, তুমিলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর (বাক্কু), বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আকন্দ (ফারুক), সমিতির উপদেষ্টা শংকর পেট্রিক ডি’কস্তাসহ পরিচালনা পরিষদ ও সদস্যগণ।

এ ছাড়াও ঢাকা ক্রেডিটের পক্ষে বার্ষিক সাধারণ সভায় অংশ নেয় বোর্ড অব ডিরেক্টর আনন্দ ফিলিপ পালমা, মনিকা গমেজ, যোসেফ সজল গমেজ, ক্রেডিট কমিটির চেয়ারম্যান সুকুমার লিনুস ক্রুজ, অতিরিক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন।
বার্ষিক সাধারণ সভায় আসন গ্রহণের পর জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা, সমবায়ী পতাকা ও সমিতির পতাকা উত্তোলন করেন অতিথিরা। এরপর প্রয়াত সদস্যদের স্মরণে ও মঙ্গল কামনায় নিরবতা পালন এবং অতিথিবৃন্দ বক্তব্য প্রদান করেন। বক্তব্য পর্ব শেষে নিয়মানুযায়ী সভার কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ দিন অতিথিবৃন্দ সমিতির নতুন ভবন ‘আগ্নেশ ভবন’ শুভ উদ্বোধন করেন।