ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট সাভারে ক্ষুদ্র ব্যবসা সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাভারে ক্ষুদ্র ব্যবসা সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
341

ডিসিনিউজ ॥ সাভার
ঢাকা ক্রেডিটের উদ্যোগে সমিতির সদস্য ক্ষুদ্র ব্যবসা করছেন এবং ক্ষুদ্র ব্যবসা করতে ইচ্ছুক এমন ব্যক্তিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এক মতবিনিময় সভা।
৪ নভেম্বর সাভারের রাজাসনের প্রদীপ স্ট্যানলী গমেজ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় ২৬ জন অংশগ্রহণ করেন। এতে আরও উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের উপদেষ্টা প্রভাত ডি’রোজারিও, সুপারভাইজরি কমিটির সেক্রেটারি প্রিয়ন্ত সি কস্তা, ঢাকা ক্রেডিটের অতিরিক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (অপারেশন) শীরেন সিলভেষ্টার গমেজ, চিফ অফিসার (প্রোগ্রাম ও প্রটোকল) স্বপন রোজারিও, বিপণন বিভাগের ব্যাবস্থাপক সোহেল রোজারিও ও সাভার সেবাকেন্দ্রের ইনচার্চ মিল্টন পিনারু।

মতবিনিময় সভায় অংশগ্রহণকারীদের ক্ষুদ্র ব্যবসা করে কীভাবে স্বাবলম্বী হওয়া যায় এই বিষয়ে অবহিত করা হয়। পাশাপাশি ব্যবসা করার জন্য তাদেরকে ঋণ সহায়তা ও পরামর্শ দেওয়া হবে বলে জানান ঢাকা ক্রেডিটের কর্মকর্তা ও কর্মীগণ।
অংশগ্রহণকারীগণ মতবিনিময় সভায় অংশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। তারা ঢাকা ক্রেডিট থেকে ঋণ সহায়তা নিয়ে নিজেরা উৎপাদনশীল খাতে তা বিনিয়োগ করে অর্থনৈতিক স্বচ্ছলতা আনতে ইচ্ছা পোষণ করেন।