শিরোনাম :
মঠবাড়ীতে ক্ষুদ্র ব্যবসা সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত
ডিসিনিউজ ।। গাজীপুর
ঢাকা ক্রেডিটের উদ্যোক্তা সৃষ্টি প্রকল্পের মাধ্যমে মঠবাড়ীতে অনুষ্ঠিত হয় ক্ষুদ্র ব্যবসা সম্পর্কিত মতবিনিময় সভা।
নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষে ৫ নভেম্বর মঠবাড়ীতে ডিসি রিসোর্ট এন্ড ট্রেনিং সেন্টারে দিনব্যাপী এই মতবিনিময় সভা আয়োজন করে ঢাকা ক্রেডিট।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, বোর্ড অব ডিরেক্টর সজল গমেজ, মনিকা গমেজ, ক্রেডিট কমিটির চেয়ারম্যান সুকুমার লিনুস ক্রুশ ও সিও জোনাস গমেজ।
মতবিনিময় সভায় বক্তারা ক্ষুদ্র ব্যবসায় আগ্রহীদের প্রয়োজনানুসারে প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে সহায়তা এবং সার্বিক তত্ত¡াবধান করবে বলে জনান। এ ছাড়াও ব্যবসা সহায়তায় আর্থিক সহযোগিতার জন্য সহজ শর্তে ঋণ সুবিধা প্রদান করা হবে বলেও উল্লেখ করেন।
মতবিনিময় সভায় ক্ষুদ্র ব্যবসায়ের মাধ্যমে যারা নিজেদের জীবনমান উন্নয়ন করতে চান তারা সক্রিয়ভাবে আলোচনায় অংশ নেন। ক্ষুদ্র দোকান পরিচালনা, শাক-সবজি চাষ, মুদি দোকান, কাপড়ের দোকান, খাবারের দোকানসহ নানামুখী ক্ষুদ্র ব্যবসায়ে আগ্রহী ৫৫ প্রার্থীরা এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।