ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিট সিকিউরিটি সার্ভিস প্রকল্পের নতুন অফিস উদ্বোধন

ঢাকা ক্রেডিট সিকিউরিটি সার্ভিস প্রকল্পের নতুন অফিস উদ্বোধন

0
461

ডিসিনিউজ ॥ ঢাকা

ঢাকা ক্রেডিট সিকিউরিটি সার্ভিস প্রকল্পের নতুন অফিস উদ্বোধন করা হয়েছে তেজগাঁও গির্জার মাদার তেরেজা ভবনে।

৮ নভেম্বর প্রার্থনা, পবিত্র জল সিঞ্চন করে ও ফিতা কেটে এটির উদ্বোধন করেন তেজগাঁও ধর্মপল্লীর সহকারী পাল-পুরোহিত ঝলক এন্টনী দেশাই। এই সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী কর্মকর্তা লিটন টমাস রোজারিও, ডিভাইন মার্সি জেনারেল হাসপাতালের এডমিন ডিরেক্টর রঞ্জন ফ্রান্সিস রোজারিও, ঢাকা ক্রেডিটের সিও  (ট্রেজারী) জোনাস গমেজ, ঢাকা ক্রেডিটের সিকিউরিটি সার্ভিসের প্রজেক্ট ডাইরেক্টর বিজয় ম্যানুয়েল ডি প্যারেস,  ঢাকা ক্রেডিটের সার্ভিস সেন্টার অপারেশ ম্যানেজার বিপুল টি গমেজ, রিয়েল এস্টেট ডেভেলপমেন্টের ম্যানেজার রতন পি কস্তা, অডিট এন্ড ইন্সপেকশনের ম্যানেজার রনি রোজারিও।

এর আগে সিকিউরিটি সার্ভিসের অফিস ছিল ২৬ তেজতুরীবাজার। সেখান থেকে গির্জা প্রাঙ্গণে অবস্থিত মাদার তেরেজা ভবনে এটি স্থানান্তর করা হয়।

 ঢাকা ক্রেডিট সিকিউরিটি সার্ভিস প্রকল্পের মধ্য দিয়ে স্বল্প খরচে ভালো মানের নিরাপত্তা সেবা দেওয়া হয়ে থাকে। ঢাকা শহরের  বিভিন্ন কোম্পানিতে এবং বাসা বাড়িতে সুনাম ও দক্ষতার সাথে নিরাপত্তার দায়িত্ব পালন করে চলেছে  সিকিউরিটি সার্ভিসের নিরাপত্ত কর্মীরা।