শিরোনাম :
সাভারে উদ্বোধন করা হলো ওয়াইএমসিএ ইন্টারন্যাশনাল হাউজ
ডিসিনিউজ ।। সাভার
সাভার রেডিও কলোনীস্থ মাল্টি পারপাস ‘ওয়াইএমসিএ ইন্টারন্যাশনাল হাউজ’ ঢাকার অবসরপ্রাপ্ত আর্চবিশপ কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসি ও ন্যাশনাল ওয়াএমসিএ’র প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ উদ্বোধন করেন।
১২ নভেম্বর প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কার্ডিনাল প্যাট্রিক উপস্থিত থেকে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মধ্যদিয়ে ইন্টারন্যাশনাল ওয়াইএমসিএ হাউজটি উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, এশিয়া এন্ড প্যাসিফিক এলায়েন্স অব ওয়াইএমসিএএস’র ভাইস-প্রেসিডেন্ট ও আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং, দি মেট্রোপলিটান খ্রীষ্টান হাউজিং সোসাইটির সেক্রেটারি ইমানুয়েল বাপ্পী মন্ডল, চার্চ অব বাংলাদেশের মডারেটর বিশপ শ্যামুয়েল সুনীল মানখিন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে প্রার্থনা ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় ও ওয়াইএমসিএ পতাকা উত্তোলন করা হয়। এরপর সভাপতি ও প্রধান অতিথি অন্যান্যদের সাথে নিয়ে নামফলক উন্মোচন ও ফিতা কেটে বিল্ডিংয়ের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে কার্ডিনাল প্যাট্রিক বলেন, ‘আজ মিলনের দিন। ওয়াইএমসিএ এমন একটি আন্দোলন যেখানে সকল মন্ডলীর অংশগ্রহণ রয়েছে। আজ এখানে সকলের অংশগ্রহণই হলো মিলন। ওয়াইএমসিএ লোগোতে বডি, মাইন্ড এবং স্পিরিট লেখা রয়েছে। এই তিনের সমন্বয় না হলে কখনোই সাফল্য আসে না। শরীর, মন এবং আত্মায় উন্নয়ন করে তরুণদের এগিয়ে নিয়ে যেতে ওয়াইএমসিএ অবদান রেখে যাচ্ছে। আজকে যে বিশাল আকারে বিল্ডিং উদ্বোধন করা হচ্ছে, তা মানবকল্যাণে অবদান রাখবে।’
প্রেসিডেন্ট বাবু মার্কুজ বলেন, ‘১৯৭২ খ্রিষ্টাব্দে বিশ্ব ওয়াইএমসিএ বাংলাদেশে কার্যক্রম শুরু করে। তৎকালীন সময়ে গাব্রিয়েল মানিক গমেজ ও তাঁর টিম ওয়াএমসিএ’র নেতৃত্ব দেন। এরপর ধীরে ধীরে বাংলাদেশে ওয়াইএমসিএ বিস্তার লাভ করে। বাংলাদেশে অনেক বছর পর ওয়াইএমসিএ’র মাল্টিপারপাস বহুতল বিল্ডিং আমরা পেয়েছি। আপনাদের নিকট আহ্বান থাকবে, আপনারা এখানে আসবেন এবং এই ওয়াইএমসিএ ইন্টারন্যাশনাল হাউজটির সুবিধাগ্রহণ করবেন।’
এ সময় প্রেসিডেন্ট বাবু মার্কুজ ওয়াইএমসিএ’র ইতিহাস-ঐতিহ্য এবং উদ্বোধনী বিল্ডিং নির্মাণের চ্যালেঞ্জ ও সফলতাগুলো তুলে ধরেন।
এ সময় বিশেষ অতিথিসহ ভার্চুয়ালী বার্তা প্রদান করেন হংকং ওয়াইএমসিএ’র সেক্রেটারি জেনারেল পিটার হু, ওয়ার্ল্ড ওয়াইএমসিএ’র প্রাক্তন সেক্রেটারি জেনারেল বার্থলোমিও সাহা, এশিয়া এন্ড প্যাসিফিক এলায়েন্স অব ওয়াইএমসিএএস’র প্রেসিডেন্ট প্রফেসর চেং চিন-সেং ও সেক্রেটারি জেনারেল নাম বো ওয়ান এবং ওয়ার্ল্ড ওয়াইএমসিএ’র প্রেসিডেন্ট মিস পেট্রিশিয়া পেলটন।
অনুষ্ঠানে বাংলাদেশ ওয়াইএমসিএ’র সাথে সম্পৃক্ত থেকে অবদানকারী এবং উপস্থিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে সম্মননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় এই মহতীক্ষণকে স্মরণীয় করে রাখতে অতিথিবৃন্দগণ একটি ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন ন্যাশনাল ওয়াইএমসিএ’র সেক্রেটারি জেনারেল নিপুন সাংমা।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস, ট্রেজারার পিটার রতন পিটার কোড়াইয়া, বোর্ড অব ডিরেক্টর পল্লব লিনুস ডি’রোজারিও, ক্রেডিট কমিটির সদস্য পিটার গমেজ, সুপারভাইজরি কমিটির সেক্রেটারি প্রিয়ন্ত সি. কস্তা, সদস্য স্টেলা হাজরা, বার্ণার্ড পংকজ ডি’রোজারিও ও ডিভাইন মার্সি জেনারেল হাসপাতালের প্রশাসনিক পরিচালক রঞ্জন ফ্রান্সিস রোজারিওসহ আঞ্চলিক ওয়াইএমসিএ’র প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠানের শেষে ন্যাশনাল ওয়াইএমসিএ’র ভাইস-প্রেসিডেন্ট হিউবার্ট ব্যাপারী ধন্যবাদ বক্তব্যে মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তী ঘোষণা করেন।
শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ ছাড়াও ১১-১২ নভেম্বর ওয়াইএমসিএ ইন্টারন্যাশনাল হাউজের কনফারেন্স হলে ন্যাশনাল ওয়াইএমসিএ’র যুব সম্মেলন অনুষ্ঠিত হয়।