ঢাকা ,
বার : শনিবার
তারিখ : ১১ জানুয়ারী ২০২৫
বাংলা : ২৭ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট নদ্দায় ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলে হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত

নদ্দায় ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলে হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত

0
246

ডিসিনিউজ ।। ঢাকা

ঢাকার নদ্দায় ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলে ছাত্র-ছাত্রী নিয়ে অনুষ্ঠিত হয় হেল্থ ক্যাম্প।

২১ নভেম্বর স্কুল প্রঙ্গণে স্কুলের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের জন্য এই হেল্থ ক্যাম্পের আয়োজন করা হয়। ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুল কর্তৃক প্রতি বছরই এক থেকে দুইবার হেল্থ ক্যাম্পের আয়োজন করে থাকে। ঢাকা ক্রেডিটের স্বাস্থ্য প্রকল্পের ডাক্তার মো. আলামিন উক্ত হেল্থ ক্যাম্পে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেন। এ দিন শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

স্কুলের প্রধান শিক্ষক আনন্দ চৌধুরী জানান, প্রতি বছরের মতো এবারও শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। শিক্ষার্থীরা যেন সুস্থ ও ভালো থাকে এ কারণেই এই হেল্থ ক্যাম্প করা হয়।

ডাক্তার আলামিন বলেন, ‘আমরা প্রতি ছয় মাস পরপর শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করি। এতে তাদের শারীরিক বিকাশ, তাদের স্বাস্থ্য নিরীক্ষাবলি এবং খাবার নিয়েও আলোচনা করি। এতে শিক্ষার্থীরা সুস্বাস্থ্যের অধিকারী হয় এবং সুস্থ থাকে। এ ছাড়াও আমরা কোভিড-১৯ নিয়েও আমরা আলোচনা করেছি।’

এ সময় আরও উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষা ও অভিভাবকবৃন্দ।