ঢাকা ,
বার : শুক্রবার
তারিখ : ১০ জানুয়ারী ২০২৫
বাংলা : ২৭ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ নাগরীর মঞ্জু রোজারিও আর নেই

নাগরীর মঞ্জু রোজারিও আর নেই

0
486

ডিসিনিউজ ॥ ঢাকা

গাজীপুরের কালীগঞ্জের নাগরী ধর্মপল্লীর গাড়ারিয়া গ্রামের মঞ্জু রোজারিও আর নেই।

৩০ নভেম্বর সকালে বার্ধক্যজনিত রোগে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী কর্মকর্তা লিটন টমাস রোজারিওর জেঠি মা। 

একই দিন বিকেলে নাগরীর সেন্ট নিকোলাস গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়ার পর গির্জার কবরস্থানে তাঁর মরদেহ কবরস্থ করা হয়। অন্ত্যেষ্টিক্রিয়ার পবিত্র খ্রিষ্টযাগ উৎসর্গ করেন নাগরী ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার জয়ন্ত এস গমেজ ও সহকারী পাল-পুরোহিত ফাদার সেন্টু কস্তা।

পেশায় গৃহিনী মঞ্জু রোজারিও ব্যক্তি জীবনে ছিলেন খুবই অতিথিপরায়ণ। মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্বামী সুবাস রোজারিও, মেয়ে লিলি গমেজসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী ।

মঞ্জু রোজারিওর কবরে ঢাকা ক্রেডিটের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এই সময় তাঁর স্বজনরা ছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী কর্মকর্তা লিটন টমাস রোজারিও, সার্ভিস সেন্টারের অপারেশনের ম্যানেজার বিপুল টি গমেজ, অডিট এন্ড ইন্সপেকশনের ম্যানেজার রনি রোজারিও, নাগরী সেবাকেন্দ্রের এ্যাসিসটেন্ট অফিসার-ইনচার্জ শিশির বৈরাগী প্রমুখ।

মঞ্জু রোজারিওর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া। তাঁরা তাঁর আত্মার চির শান্তি কামনা করেন ও শোকার্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।