শিরোনাম :
সাভারের সমরিতান শিশু পল্লীতে প্রাক-বড়দিন উদযাপন
ডিসিনিউজ ॥ ঢাকা
সাভারের কমলাপুরের সমরিতান শিশু পল্লীতে প্রাক-বড়দিন উদযাপন করা হয়।
২ ডিসেম্বর অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সমরিতান শিশু পল্লীর নির্বাহী পরিচালক রেভা. ডেভিড অনিল হালদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকার প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় কার্যনির্বাহী সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং, সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) মাকারিয়াস দাশ, সাভার উপজেলা শিক্ষা অফিসার কামরুন্নাহার, সাভার অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন পিটার গমেজ, সমরিতান শিশু পল্লী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কৌশলা পিউরীফিকেশন। এছাড়া আরও উপস্থিত ছিলেন শিশু পল্লীর শিশু, শিক্ষকসহ আরও অনেকে।
অনুষ্ঠানসূচির মধ্যে ছিল অতিথিদের আসনগ্রহণ, ফুলের শুভেচ্ছা, বক্তব্য, শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, কেক কাটা ইত্যাদি।
প্রধান অতিথির বক্তব্যে দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকার প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা শিশুদের উদ্দেশে বলেন, ‘তোমাদের স্বপ্ন দেখতে হবে। সেই স্বপ্নকে সফল করার জন্য চেষ্টা করতে হবে। যার জন্য অনেক শ্রম ও ধৈর্য দরকার। সেটা যদি সঠিকভাবে করা যায় তাহলে অবশ্যই সফল হওয়া যাবে।’
অন্যান্য বক্তগণ, শিশুদের ভালোভাবে পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জন ও গুরুজনদের সম্মান শ্রদ্ধা করার পরামর্শ দেন।
সমরিতান শিশু পল্লীর নির্বাহী পরিচালক রেভা. ডেভিড অনিল হালদার ডিসিনিউজকে বলেন, ১৯৯০ সনে প্রতিষ্ঠিত তাঁর এই প্রতিষ্ঠান থেকে পাঁচ হাজারের মতো অনাথ শিশু পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন। তারা এখন সমাজে ও রাষ্ট্রে গুরুত্বপূর্ণ পর্যায়ে থেকে সেবা করছেন। যেসব শিশুর বাবা-মা অথবা মা বা বাবা কেউ নেই এবং অতি দরদ্রি সেইসব শিশুদের এখানে আবাসিক সুবিধাসহ চার বছর বয়স থেকে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক, আধ্যাত্মিক গঠন দেওয়া হয়।
রেভা. ডেভিড অনিল হালদার বলেন, ‘আমি চাই এখানকার শিশুরা পড়াশোনা শেষ করে মানুষের মতো মানুষ হবে এবং তাদের স্বজনদের দেখাশোনা ও সম্মান শ্রদ্ধা করবে। যখন দেখি আমার স্বপ্ন পূরণ হচ্ছে, তখন আমার খুব ভালো লাগে।’
সমরিতান শিশু পল্লীতে প্রায় সাড়ে চারশত মতো শিশু তাদের জীবন মান পরিবর্তন করতে পারছে।