ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন

0
446

ডিসিনিউজ ॥ ঢাকা

 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করে বাংলাদেশের ক্যাথলিক চার্চ।

১১ ডিসেম্বর রাজধানীর কেআইবি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী, এমপি। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্যাথলিক বিশপ সম্মিলনীর প্রেসিডেন্ট ও ঢাকার আর্চবিশপ বিজন এন ডি’ক্রুজ, ওএমআই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, এমপি ও ধর্ম প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান, এমপি। এছাড়াও গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও, সিএসসি। অতিথি হিসেবে মঞ্চে উপবিষ্ট ছিলেন দুইজন খ্রিষ্টান সাংসদ জুয়েল আরেং ও অ্যাড. গ্লোরিয়া ঝর্ণা সরকার, রাজশাহীর বিশপ জের্ভাস রোজারিও ও ময়মনসিংহের বিশপ পল পনেন কুবি, সিএসসি।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকার প্রেসিডেন্ট পংকজ গলবার্ট কস্তা, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকার ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস, সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ট্রেজারার পিটার রতন কোড়াইয়া, ডিরেক্টর আনন্দ ফিলিপ পালমা, দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি: এর চেয়ারম্যন আগষ্টিন পিউরীফিকেশন সহ সকল ক্যাথলিক ধর্মপ্রদেশের বিশপ, উল্লেখযোগ্য সংখ্যাক মুক্তিযোদ্ধা ও অসংখ্য খ্রিষ্টভক্ত।  

জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী এমপি বলেন, মুক্তিযুদ্ধে খ্রিষ্টান মুক্তিযোদ্ধারা যেমনি তেমনি খ্রিষ্টানদের শিক্ষা প্রতিষ্ঠান, চার্চ ও বাড়ি-ঘরগুলো মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রেখেছে। অনেক দেশি-বিদেশী মিশনারি নিজ জীবনের ঝুঁকি নিয়ে এবং কেউ কেউ জীবনের বিনিময়ে মুক্তিযোদ্ধা ও আশ্রয়প্রার্থীদের রক্ষা করেছেন। স্বাধীনতা যুদ্ধে খ্রিষ্টান সমাজের অবদান আমরা শ্রদ্ধা ও কৃতজ্ঞতা ভরে স্মরণ করি।

হলি ক্রস কলেজের প্রাক্তন এই শিক্ষার্থী বর্তমান জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন আরও বলেন, যুদ্ধ পরবর্তী সময়ে দেশ পুনর্গঠনে ও পরবর্তী সময়ে দেশের শিক্ষা-স্বাস্থ্যসেবায় খ্রিষ্টান সমাজের বিশেষ অবদান রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, এমপি সমবায় আন্দোলনে খ্রিষ্টানদের অবদানের কথা উল্লেখ করে বলেন, ‘বাংলাদেশে খ্রিষ্টান সম্প্রদায় সমবায়ে উদাহরণ সৃষ্টি করে চলেছে। আমরা খ্রিষ্টানদের কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নগুলো দেখি তারা অত্যন্ত সফলতার সাথে সেগুলো পরিচালনা করে চলছেন। তার মধ্যে রয়েছে ঢাকা ক্রেডিট, হাউজিং সোসাইটি।’

অনুষ্ঠানে আারও বক্তব্য রাখেন বাংলাদেশ ক্যাথলিক বিশপ সম্মিলনীর প্রেসিডেন্ট ও ঢাকার আর্চবিশপ বিজন এন ডি’ক্রুজ, ওএমআই, ধর্ম প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান, এমপি, কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও, সিএসসি, জুয়েল আরেং, এমপি, অ্যাড. গ্লোরিয়া ঝর্ণা সরকার, এমপি, ময়মনসিংহের বিশপ পল পনেন কুবি, সিএসসি, কারিতাস এশিয়ার প্রেসিডেন্ট ও কারিতাস বাংলাদেশের প্রাক্তন নির্বাহী পরিচালক ড. বেনেডিক্ট আলো ডি’রোজারিও ও সিস্টার মেরী দীপ্তি, এসএমআরএ, অনুষ্ঠানের কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী ফাদার বুলবুল আগষ্টিন রিবেরু, প্রকাশনা উপ-কমিটির আহ্বায়ক ফাদার ইম্মানুয়েল কানন রোজারিও প্রমুখ।

অনুষ্ঠান সূচির মধ্যে ছিল আসন গ্রহণ, জাতীয় সঙ্গীত পরিবেশনা, সার্বজনীন প্রার্থনা, স্বাগত ভাষণ, অতিথিগণের বক্তব্য, শপথ পাঠ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, স্মরণিকার মোড়ক উন্মোচন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।