ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ তেজগাঁও গির্জায় মহান বিজয় দিবস উপলক্ষে বিশেষ প্রার্থনা ও আলোচনা সভা

তেজগাঁও গির্জায় মহান বিজয় দিবস উপলক্ষে বিশেষ প্রার্থনা ও আলোচনা সভা

0
246

ডিসিনিউজ ॥ ঢাকা

রাজধানীর তেজগাঁও গির্জায় মহান বিজয় দিবস উপলক্ষে বিশেষ প্রার্থনা, পবিত্র খ্রিষ্টযাগ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করে যৌথভাবে তেজগাঁও ধর্মপল্লী, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট।  পবিত্র খ্রিষ্টযাগ উৎসর্গ করেন তেজগাঁও ধর্মপল্লীর পাল-পুরোহিত সুব্রত বি গমেজ।

এছাড়া অন্যান্য কার্যক্রমের মধ্যে ছিল জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন এবং শপথ পাঠ । বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মহাসচিব হেমন্ত আই কোড়াইয়ার সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক উপ-কমিটির সদস্য পংকজ গিলবার্ট কস্তা, তেজগাঁও ধর্মপল্লীর পাল-পুরোহিত সুব্রত বি গমেজ ও সিস্টার মেরী দীপ্তি, এসএমআরএ।

আলোচনা সভায় বক্তাগণ বলেন, ১৯৭১ খ্রিষ্টাব্দে এই দেশ স্বাধীন না হলে দেশের আর্থসামাজিক অবস্থার এত উন্নয়ন হতো না। এই দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে একটি অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়তে হবে। দেশের প্রতি আনুগত্য থাকতে হবে।  দেশকে মায়ের মতো ভালোবাসতে হবে। রাজনৈতিকভাবে সচেতন হতে হবে। রাজনৈতিকভাবে সচেতন না হলে এই দেশে সংখ্যালঘু হিসেবে অধিকার নিয়ে বেঁচে থাকা যাবে না।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ট্রেজারার রতন পিটার কোড়াইয়া,  ক্রেডিট কমিটির সদস্য  উমা ম্যাগডেলিন গমেজ , বিসিএ শিক্ষা সম্পাদক ডানিয়েল সিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক জন অরনেশ বাড়ৈ সহ সিস্টারগণ ও খ্রীষ্টভক্তগণ।