শিরোনাম :
ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্টকে ত্রিপুরা খ্রিষ্টান নেতৃবৃন্দের শুভেচ্ছা
রকি রোজারিও ॥ ঢাকা
ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পঙ্কজ গিলবার্ট কস্তা বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় ত্রিপুরা সম্পদায়ের খ্রিষ্টভক্তরা ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন ১৫ ডিসেম্বর ঢাকা ক্রেডিটের বোর্ড রুমে। এছাড়া তারা আসন্ন বড়দিন উপলক্ষে কেক কেটে যীশুখ্রিষ্টের আগমনী বার্তা প্রকাশ করেন।
ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়ার সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য পঙ্কজ গিলবার্ট কস্তা, ঢাকা ক্রেডিটের ভাইস প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস, ঢাকা ক্রেডিটের ডিরেক্টর পাপড়ী প্যাট্রিসিয়া আরেং।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ডিরেক্টর আনন্দ ফিলিপ পালমা, ত্রিপুরা খ্রিষ্টান সম্প্রদায়ের পক্ষে নয়ানগর খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ও ত্রিপুরা সমবায় সমিতির সভাপতি জয় ত্রিপুরা, ঢাকায় অবস্থানরত পাবর্ত্য চট্টগ্রামের ত্রিপুরা খ্রিষ্টান নেতা ক্লেমেন্ট ত্রিপুরা, মার্টিন ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা খ্রীষ্টান স্টুডেন্ট এসোসিয়েশনের ঢাকা মহানগর শাখার সেক্রেটারি জনি ত্রিপুরা, অর্থ সম্পাদক রুদ্র ত্রিপুরা, সহ-অর্থ সম্পাদক প্রশান্ত ত্রিপুরা, সহ-ক্রীড়া সম্পাদক সামুয়েল ত্রিপুরা, সহ-সাংস্কৃতিক সম্পাদক ক্লিনটন ত্রিপুরা, যব নেতা রবীন্দ্র ত্রিপুরা, বিটিসিএস’র সাবেক সভাপতি মিলন ত্রিপুরা, সাবেক সেক্রেটারি জিতেন্দ্র ত্রিপুরা প্রমুখ।
ত্রিপুরা সম্প্রদায়ের পক্ষে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জয় ত্রিপুরা, মার্টিন ত্রিপুরা ও ক্লেমেন্ট ত্রিপুরা।