শিরোনাম :
তুমিলিয়া ধর্মপল্লী খ্রীষ্টান বহুমুখী সমবায় সমিতি লিঃ-এর ৩৩তম বার্ষিক সাধারণ সভা
ডিসিনিউজ ।। ঢাকা
অনুষ্ঠিত হলো তুমিলিয়া ধর্মপল্লী খ্রীষ্টান বহুমুখী সমবায় সমিতি লিঃ-এর ৩৩তম বার্ষিক সাধারণ সভা।
১৬ ডিসেম্বর, ফার্মগেটের তেজগাঁও চার্চ কমিউনিটি সেন্টারে সমিতির চেয়ারম্যান কলিন্স টলেন্টিনুর সভাপতিত্বে এই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
বার্ষিক সাধারণ সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ও আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক উপকমিটির সদস্য পংকজ গিলবার্ট কস্তা। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ডেলিগেশন সুপিরিওর ফাদার অজিত ভিক্টর কস্তা ওএমআই। এ ছাড়াও ঢাকা জেলা সমবায় কর্মকর্তা রেজাউল বারী, কাককো’র ভাইস চেয়ারম্যান অনিল লিও কস্তা, তুমিলিয়া ধর্মপল্লী খ্রীষ্টান বহুমুখী সমবায় সমিতি লিঃ-এর প্রাক্তন চেয়ারম্যানবৃন্দরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বার্ষিক সাধারণ সভায় অতিথিবৃন্দরা এই করোনাকালীন সময়েও বর্তমান ব্যবস্থাপনা পরিষদ দক্ষতার সাথে সমিতি পরিচালনা করেছেন বলে ধন্যবাদ জানান। আগামীতে এই সমিতি আরো ব্যাপকভাবে তাদের কার্যক্রম বৃদ্ধি করে আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
বার্ষিক সাধারণ সভার শুরুতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ। এরপর প্রার্থনা ও মৃত সদস্যদের আত্মার চিরকল্যাণ কামনা করা হয়। নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হয় বার্ষিক সাধারণ সভার কার্যক্রম। সদস্যদের সক্রিয় অংশগ্রহণে নির্ধারিত সময়ে বার্ষিক সাধারণ সভার কার্যক্রম শেষ হয়। বার্ষিক সাধারণ সভা সঞ্চালনা করেন সমিতির সেক্রেটারি প্রবীন প্লাসিড পিউরীফিকেশন। সভা শেষে ভাইস-চেয়ারম্যান টেরেন্স প্যাট্রিক পালমা ধন্যবাদ বক্তব্য প্রদান করেন।
এ দিন বিজয় দিবস ও আসন্ন বড়দিন উপলক্ষে সমিতির পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কীর্তন গানের আয়োজন করা হয়। এ ছাড়াও সদস্যদেও সাথে নিয়ে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ কেক কেটে বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপন করেন।