ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তার শুভ জন্মদিন পালন

ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তার শুভ জন্মদিন পালন

0
363

ডিসিনিউজ।। ঢাকা

আজ পালন করা হলো ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তার ৫৭তম শুভ জন্মদিন।

৬ জানুয়ারি ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে ঢাকা ক্রেডিটের আয়োজন প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তার জন্মদিন উপলক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পংকজ গিলবার্ট কস্তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, প্রাক্তন প্রেসিডেন্ট নির্মল রোজারিও, ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস, প্রধান নির্বাহী কর্মকর্তা লিটন টমাস রোজারিও, এডিশনাল প্রধান নির্বাহী কর্মকর্তা ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন, সমবায় অধিদপ্তরের উপ-নিবন্ধক (প্রশাসন) মোছা. নূর-ই-জান্নাত, ডিভাইন মার্সি হাসপাতালের প্রশাসনিক পরিচালক রঞ্জন ফ্রান্সিস রোজারিওসহ ঢাকা ক্রেডিটের পরিচালনা পর্ষদ ও কর্মীবৃন্দ।

এ সময় ফুল দিয়ে তাঁকে শুভেচ্ছা জানিয়ে কেক কেটে জন্মদিনের আনন্দ সহভাগিতা করা হয়। এ ছাড়াও উপস্থিত অতিথিবৃন্দ প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তার দীর্ঘায়ু কামনা এবং তাঁর উপর অর্পিত দায়িত্ব যেন নিষ্ঠা ও দক্ষতার সাথে পালন করতে পারেন সেই প্রর্থনা করেন।

পিতা অমল কস্তা ও মাতা ফিলোমিনা কস্তার চার সন্তানের মধ্যে ৩য় সন্তান পংকজ গিলবার্ট কস্তা। ১৯৬৫ সালের ৬ জানুয়ারি গাজীপুর জেলার, কালীগঞ্জ থানার তুমিলিয়া ধর্মপল্লীতে তাঁর জন্ম। সুনিবীর ছায়াঘেরা এই মায়াময় পরিবেশেই তাঁর বেড়ে ওঠা। স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক ও মাধ্যমিক পাসের পর তিনি ঢাকার নটর ডেম কলেজ থেকে বাণিজ্য বিভাগে উচ্চমাধ্যমিকে ভর্তি হন। তখন থেকেই তিনি পুরোদমে ঢাকামুখী। ঢাকা সিটি কলেজ থেকে বিকম ডিগ্রি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সফলভাবে সম্পন্ন করার পর চাকরির পাশাপাশি এশিয়ান ইউনির্ভাসিটি অব বাংলাদেশ থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন।

আন্তর্জাতিক সাহায্য সংস্থা ওয়ার্ল্ড ভিশনে চাকরি দিয়ে জীবনের ক্যারিয়ার শুরু করলেও কয়েক বছর চাকরির পর বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। পংকজ গিলবার্ট কস্তার স্ত্রী ইভা রোজলিন কস্তা, দুই ছেলে এবং এক মেয়ে নিয়ে বর্তমানে সন্তানদের উচ্চশিক্ষার জন্য আমেরিকায় বসবাস করছেন। পংকজ গিলবার্টের দেশের প্রতি টান, পেশাগত কাজ এবং নেতৃত্বের দায়িত্বশীলতার কারণে বাংলাদেশেই নিজের ব্যবসায়, সমাজকর্মে সম্পৃক্ত রয়েছেন।

ঢাকা ক্রেডিটে প্রথমে বোর্ড অব ডিরেক্টর হয়ে দেশসেরা এই সমবায় প্রতিষ্ঠানের নেতৃত্বে আসেন। পরবর্তী মেয়াদেই সেক্রেটারি এবং বর্তমানে নতুন বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে সমিতির কর্ণধার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

ঢাকা ক্রেডিটের নেতৃত্বে আসার পূর্বে তিনি তুমিলিয়া ক্রেডিটের সেক্রেটারি ও চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন সফলতার সাথে। এ ছাড়াও তিনি প্রগতি ঋণদান সমবায় সমিতির প্রতিষ্ঠাতা সেক্রেটারি ও চেয়ারম্যান, ওয়ার্ল্ড ভিশন কর্মী ওয়েলফেয়ারের সেক্রেটারি, তুমিলিয়া বয়েস হাই স্কুলের ৯ বছর ম্যানেজিং কমিটির সদস্যসহ বিভিন্ন সেক্টরে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের আইন-বিষয়ক সম্পাদকের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করছেন। তাঁর সামাজিক কাজের স্বীকৃতিস্বরূপ বামাপস সম্মাননাসহ তিনি বিভিন্ন সামাজিক সম্মাননা-পুরস্কার লাভ করেছেন।

বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত হয়ে জাতীয়ভাবেও অবদান রেখে যাচ্ছেন।