ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ পালিত হলো দড়িপাড়া সাধু ফ্রান্সিস জেভিয়ার প্রাথমিক বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী

পালিত হলো দড়িপাড়া সাধু ফ্রান্সিস জেভিয়ার প্রাথমিক বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী

0
305

ডিসিনিউজ।। কালীগঞ্জ

গাজীপুর জেলার কালিগঞ্জ থানার দড়িপাড়া ধর্মপল্লীর সাধু ফ্রান্সিস জেভিয়ার প্রাথমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী পালিত হলো ৭-৮ জানুয়ারি। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি ২০২২ খ্রিষ্টাব্দে ৫০ বছরে পদার্পণ করে।

৭ জানুয়ারি বিকেল ৪ টায় আসনগ্রহণ, পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উত্তোলনের মধ্যদিয়ে শুরু হয় জুবিলির অনুষ্ঠান। সুবর্ণ জয়ন্তী উদ্বোধনী অনুষ্ঠানে ফাদার অমল ডি’ক্রুশের সভাপতিত্বে ও স্কুলের প্রধান শিক্ষক সিস্টার আশিস এসএমআরএ’র উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মেহের আফরোজ চুমকি এমপি। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজ ওএমআই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৗেরসভার মেয়র এসএম রবীন, স্থানীয় চেয়ারম্যান আবু বকর বাক্কু, কালীগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ টিপু, ফাদার তপন ডি’রোজারওি, ফাদার লিটন গমেজ, ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, কালীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান শর্মিলী রোজারিওসহ আরো অনেকে।

এ দিন অতিথিদের নিয়ে এক আলোচনা ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠান হয়। শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

৮ জানুয়ারি খ্রিষ্টযাগের মাধ্যমে শুরু হয় ২য় দিনের সুবর্ণ জয়ন্তীর কর্মসূচি। এরপর একটি র‌্যালীর মাধ্যমে গির্জাপ্রাঙ্গন থেকে স্কুল প্রাঙ্গনে সকলে জুবিলির অনুষ্ঠানে অংশ নেয়।

স্মৃতিচারণমূলক অনুষ্ঠানে অংশ নিয়ে প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ স্মৃতিকাতর হয়ে পড়েন।