ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট আলোকিত মানুষ শিক্ষাগুরু রাফায়েল কোড়াইয়ার সমাধি

আলোকিত মানুষ শিক্ষাগুরু রাফায়েল কোড়াইয়ার সমাধি

0
313

ডিসিনিউজ ।। ডেক্স

ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়ার বাবা আলোকিত শিক্ষাগুরু রাফায়েল কোড়াইয়া হাজারো মানুষের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে অবশেষে আশ্রয় নিলেন মাটির ঘরে।

১৮ জানুয়ারি ছেলে-মেয়ে, আত্মীয়-স্বজন, প্রিয় শিক্ষার্থীদের সবাইকে ছেড়ে তিনি মাউছাইদের কাথলিক কবরাস্থানে সমাহিত হলেন। বিকাল ৩টায় তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ার খ্রিষ্টযাগ উৎসর্গ করেন ফাদার ডমিনিক সেন্টু রোজারিও, ফাদার রিপন গমেজ, ফাদার লিন্টু কস্তা ও ফাদার সাগর ক্রুশ। খ্রিষ্টযাগের পর রাফায়েল কোড়াইয়ার জীবনী নিয়ে স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়। স্মৃতিচারণ করেন ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, দি মেট্রোপলিটন খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটির চেয়ারম্যান আগস্টিন পিউরীফিকেশন, ঢাকা ক্রেডিটের এডিশনাল সিইও ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন, মাউছাইদ ক্রেডিটের সেক্রেটারি পেপিলন পিউরীফিকেশন প্রমুখ।

এরপর চোখের জলে প্রিয় শিক্ষককে চিরবিদায় জানানো হয়। তাঁর সমাধিতে শ্রদ্ধা জানায় অসংখ্য প্রতিষ্ঠান, সংগঠন ও সাধারণ মানুষ। এদিন ঢাকা ক্রেডিট পরিবার, খ্রীস্টান এসোসিয়েশন, হাউজিং সোসাইটি, মাউছাইদ ক্রেডিট, দি ভিনসেন্ট ডি’পলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ শিক্ষাগুরু রাফায়েল কোড়াইয়ার সমাধিতে শ্রদ্ধা জানায়।
অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, হাউজিং সোসাইটির চেয়ারম্যান আগস্টিন পিউরীফিকেশন, ঢাকা ক্রেডিটের ট্রেজারার রতন পিটার কোড়াইয়া, প্রধান নির্বাহী অফিসার লিটন টমাস রোজারিওসহ বোর্ড অব ডিরেক্টর, ক্রেডিট কমিটি, সুপারভাইজরি কমিটির সদস্য, এসোসিয়েশনের নেতৃবৃন্দসহ অসংখ্য মানুষ।

১৭ জানুয়ারি রাত ১১টায় বার্ধক্যজনিত কারণে তিনি মাউছাইদের নিজ বাসায় প্রাণত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।

তাঁর মৃত্যুতে শোক জানিয়েছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, ঢাকা ক্রেডিটের কর্মীবৃন্দের পক্ষে প্রধান নির্বাহী অফিসার লিটন টমাস রোজারিও। তারা শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা এবং প্রয়াতের আত্মার চিরশান্তি কামনা করেন।

রাফায়েল কোড়াইয়া ১৯৩১ সালের ১৫ আগস্ট পিতা আন্তনী বাঁশি কোড়াইয়া ও মাতা খ্রীষ্টিনা এলিজাবেথ কোড়াইয়ার কোলে জন্ম নেন। তিনি পেশায় ছিলেন একজন স্বনামধন্য শিক্ষক। এ ছাড়াও তিনি বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে জড়িত ছিলেন। তিনি মাউসাইদ সমিতির প্রতিষ্ঠাতা সেক্রেটারি, ভিনসেন্ট ডি’পলের সভাপতি, পালকীয় পরিষদের সক্রিয় সদস্যসহ বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলেন।