ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ অনন্তদামে পাড়ি জমালেন সাংগঠনিক মানুষ স্বর্গীয় এডুইন ডি’রোজারিও

অনন্তদামে পাড়ি জমালেন সাংগঠনিক মানুষ স্বর্গীয় এডুইন ডি’রোজারিও

0
717

রকি রোজারিও ।। ডিসিনিউজ।। ঢাকা

নতুন তুইতালের সকলের প্রিয় এবং সাংগঠনিক মানুষ এডুইন ডি’ রোজারিও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে, পাড়ি জমালেন অনন্ত ধামে।

৫ নভেম্বরের ১৯৬৮ সালে জন্ম নেওয়া এডুইন ৫৪ বছর বয়সে তিনি শমরিতা হাসপাতালে রাত ২ টার সময় ইহলোক ত্যাগ করেন।

৬ ফের্রুয়ারি তেজগাঁও হলি রোজারিও গির্জায় বিকেল ৩টার তার অন্ত্যেষ্টিক্রিয়ার খ্রিষ্টযাগ উৎসর্গ করা হয়। অন্ত্যেষ্টিক্রিয়ার খ্রিষ্টযাগ উৎসর্গ করেন ফাদার শংকর ও ফাদার ঝলক।

খ্রিষ্টযাগ-এর পর তাকে তেজগাঁও কবরস্থানে সমাধিস্থ করা হয়। মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী, ছেলে ও মেয়ে। তিন ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। দ্বিতীয় বোন ঢাকা ক্রেডটের ট্রেজারার মি. পিটার রতন কোরাইয়ার স্ত্রী এবং ছোট ভাই কানাডাতে থাকেন।

চাকরি জীবনে তিনি সোনারগাঁ হোটেলের শেফ ছিলেন দীর্ঘ ২৮ বছর যাবত। শুধু তাই নয় তিনি সোনারগাঁও ইউনিয়ন পরিষদের ভাইস-প্রেসিডেন্ট ছিলেন। ছাত্রজীবনে তিনি সাংগঠনিক ব্যক্তি হিসেবে তাদের গ্রামে অগ্রণী ক্লাব-এ বিভিন্ন কার্যক্রমে ব্যাপক ভ‚মিকা রাখেন।

অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, ট্রেজারার পিটার রতন কোড়াইয়া, ডিরেক্টর পাপিয়া রিবেরু, আনন্দ ফিলিপ পালমা, পাপড়ী প্যাট্রিসিয়া আরেং, মনিকা গমেজ ও ক্রেডিট কমিটির সদস্য উমা ম্যাগডেলিন গমেজ।