ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকার আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুশের জন্মদিনে ঢাকা ক্রেডিট ও বিসিএ’র শুভেচ্ছা

ঢাকার আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুশের জন্মদিনে ঢাকা ক্রেডিট ও বিসিএ’র শুভেচ্ছা

0
447

ডিসিনিউজ ।। ঢাকা

ঢাকার আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুশের ৬৬তম জন্মদিনে ঢাকা ক্রেডিট ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের (বিসিএ) নেতৃবৃন্দরা শুভেচ্ছা জানিয়েছেন।

৯ ফেব্রুয়ারি কাকরাইল আর্চবিশপ ভবনে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়ার নেতৃত্বে এবং বিসিএ’র প্রেসিডেন্ট নির্মল রোজারিও ও সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজের নেতৃত্বে ফুল দিয়ে আর্চবিশপকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান নেতৃবৃন্দরা।

এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস, ট্রেজারার রতন পিটার কোড়াইয়া, বোর্ড অব ডিরেক্টর মনিকা গমেজ, ঢাকা ক্রেডিটের কর্মী শাওন রিবেরূ।

জন্মদিন উপলক্ষে নেতৃবৃন্দ আর্চবিশপ বিজয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। পরে তাঁরা আর্চবিশপ মহোদয়ের সাথে কেক কেটে জন্মদিনের আনন্দ সহভাগিতা করেন।