ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ঢাকা ক্রেডিটের পক্ষ থেকে খ্রীষ্টান হাউজিং সোসাইটির নবনির্বাচিত পরিষদকে শুভেচ্ছা প্রদান

ঢাকা ক্রেডিটের পক্ষ থেকে খ্রীষ্টান হাউজিং সোসাইটির নবনির্বাচিত পরিষদকে শুভেচ্ছা প্রদান

0
404

ডিসিনিউজ ।। ঢাকা

ঢাকা ক্রেডিটের কর্মকর্তাবৃন্দ শুভেচ্ছা জানিয়েছেন দি মেট্রোপলিটন খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি:-এর নবনির্বাচিত পরিচালনা পরিষদকে।

১৯ ফেব্রুয়ারি হাউজিং সোসাইটির অডিটরিয়ামে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল তাদের ফুলের শুভেচ্ছা জানান। সোসাইটির নির্বাচনী বিশেষ সাধারণ সভায় এই শুভেচ্ছা জানানো হয়। এ সময় ঢাকা ক্রেডিটের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন বোর্ড অব ডিরেক্টর পল্লব লিনুস ডি’রোজারিও, ক্রেডিট কমিটির সদস্য পিটার গমেজ, সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান জন গমেজ প্রমুখ।

সোসাইটির চেয়ারম্যান আগস্টিন পিউরীফিকেশনের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী বিশেষ সাধারণ সভায় উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্ততা, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, হাউজিং সোসাইটির সেক্রেটারি ইমানুয়েল বাপ্পী মন্ডল, সোসাইটির উপদেষ্টা কমিটির সদস্যসহ নির্বাচিত পরিচালনা পর্ষদ ও কর্মীবৃন্দ।

এর আগে ঢাকা বিভাগীয় সমবায় কার্যালয়ের পরিদর্শক জয়নুল আবেদিন ও শাকিলুজ্জামান এবং উপনিবন্ধক (বিচার) মিজানুর রহমান নতুন পরিচালনা পর্ষদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

নবনির্বাচিত পরিষদ: