শিরোনাম :
ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
ডিসিনিউজ ।। ঢাকা
ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলে পালন করা হলো শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
২১ ফেব্রুয়ারি সকালে নদ্দায় প্রভাত ফেরির মাধ্যমে শহীদ মিনারের পাদদেশে ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দরা।
ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুল প্রাঙ্গনে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি, আমি ভুলিতে পারি’ গানের তালে সকলে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানানোর পর একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর ও স্কুল কমিটির আহ্বায়ক পাপড়ী প্যাট্রিশিয়া আরেং, চিফ অফিসার সুইটি সিসিলিয়া পিউরীফিকেশন, স্কুলের প্রিন্সিপাল আনন্দ চৌধুরীসহ স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
পাপড়ী প্যাট্রিশিয়া আড়েং এ সময় বলেন, ‘বাংলা ভাষা সঠিকভাবে ব্যবহার করতে হবে ও অন্যান্য ভাষাকেও সম্মান করতে হবে। ভাষার প্রতি সম্মান থাকলে, দেশকেও ভালবাসা যায়। দেশকে ভালবাসলে আমরা একদিন সবচেয়ে বড় সভ্য জাতি হতে পারবো।’
সুইটি পিউরিফিকেশন বলেন, ‘বাংলা ভাষার ব্যবহারকে শুদ্ধভাবে অন্যের মাঝে তুলে ধরার জন্য সকলকে প্রতিনিয়ত চেষ্টা করতে হবে। শুদ্ধ বাংলা ব্যবহার দেশের পরিচয় বহন করে। এক মাত্র বাঙালি জাতিই ভাষার জন্য জীবন দিয়েছে। তাই আমাদের ভাষার সম্মান রক্ষার্থে সকলকে সংগ্রাম চালিয়ে যেতে হবে।’
শিক্ষক শ্রীবাস কুমার ও লিজা গমেজের সঞ্চালনায় এ দিন শিক্ষার্থীবৃন্দ দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তিসহ নানা উপস্থাপনায় অংশ নেয়।
শেষে প্রিন্সিপাল আনন্দ চৌধুরী সবাইকে ধন্যবাদ ও শহীদের আত্মার কল্যাণ প্রার্থনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।