শিরোনাম :
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জনাব আশরাফ আলী খান খসরু’র ঢাকা ক্রেডিট পরিদর্শন
ডিসিনিউজ ।। ঢাকা
দেশসেরা সমবায় প্রতিষ্ঠান ঢাকা ক্রেডিট পরিদর্শন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জনাব আশরাফ আলী খান খসরু।
২৩ ফেব্রুয়ারি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব মো. আশরাফ আলী খান খসরু দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট) -এর প্রধান কার্যালয় পরিদর্শনে আসেন। পরিদর্শন শেষে মাননীয় প্রতিমন্ত্রীর সাথে ঢাকা ক্রেডিটের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি নির্মল রোজারিও, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্বাহী সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং, ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস, সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ট্রেজারার পিটার রতন কোড়াইয়াসহ ঢাকা ক্রেডিটের নৃতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় স্বাগত বক্তব্য উপস্থাপন করেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা। তিনি মাননীয় সমাজকল্যাণ প্রতিমন্ত্রীকে ঢাকা ক্রেডিটে স্বাগত জানান। তিনি তাঁর বক্তব্যে ঢাকা ক্রেডিটের একটি সংক্ষিপ্ত চিত্র তুলে ধরেন। ঢাকা ক্রেডিট পরিদর্শন করার জন্য তিনি মাননীয় প্রতিমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি নির্মল রোজারিও বলেন, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রাক্তন প্রেসিডেন্ট স্বর্গীয় প্রমোদ মানকিন এমপি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমস্ত্রী থাকার সুবাদে এ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সবার সাথে তাঁর সুসম্পর্ক রয়েছে। এ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ঢাকা ক্রেডিট পরিদর্শন করার জন্য তিনি প্রতিমন্ত্রী মহোদয়কে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
ঢাকা ক্রেডিট কর্তৃক উষ্ণ অভ্যর্থনা জানানো জন্য মাননীয় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ঢাকা ক্রেডিটের নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি ঢাকা ক্রেডিট পরিদর্শন করে সন্তুষ প্রকাশ করেন। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায়কে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। তিনি আরও বলেন, সমবায় অঙ্গণে ঢাকা ক্রেডিটের অবদান চিরস্মরণীয়। তিনি ঢাকা ক্রেডিটের সকল প্রয়োজনে সাহায্যের হাত প্রসারিত করার আশাবাদ ব্যক্ত করেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ডিরেক্টর আনন্দ ফিলিপ পালমা, সলোমন আই, রোজারিও, প্রত্যেশ রাংসা, মনিকা গমেজ, সজল যোসেফ গমেজ, পল্লব লিনুস ডি’ রোজারিও, ক্রেডিট কমিটির চেয়ারম্যান সুকুমার লিনুস ক্রুশ, সদস্য লরেন্স পিটার গমেজ, উমা ম্যাগডেলিন গমেজ, সুপারভাইজরি কমিটির সেক্রেটারি প্রিয়ন্ত সি. কস্তা ও সদস্য বার্নার্ড পংকজ ডি’ রোজারিও, চিফ এক্সিকিউটিভ অফিসার লিটন টমাস রোজারিও, চিফ অফিসার স্বপন রোজারিও, এ্যাসিসটেন্ট অফিসার (ইনচার্জ) তপন টি. গমেজ, অফিসার রকি স্ট্যানলী রোজারিও প্রমুখ।
সভায় সমাপনি বক্তব্য উপস্থাপন করেন ঢাকা ক্রেডিটের ভাইস প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ^াস এবং সভা সঞ্চালনা করেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া।