ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ফা: চার্লস জে. ইয়াং ফাউন্ডেশনের যুব সেমিনার

ফা: চার্লস জে. ইয়াং ফাউন্ডেশনের যুব সেমিনার

0
278

ডিসিনিউজ ।। ঢাকা

‘আগামী চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেকে প্রস্তুত করি’ স্লোগানে অনুষ্ঠিত হলো যুব সেমিনার।

২৫ ফেব্রুয়ারি ফা: চার্লস জে. ইয়াং ফাউন্ডেশনের আয়োজনে ঢাকা ক্রেডিটের বিকে গুড কনফারেন্স হলে এই যুব সেমিনার অনুষ্ঠিত হয়। প্রতিপাদ্য বিষয় ছিল ‘মূল্যবোধ, পেশা নির্বাচন ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক।’ সার্বিক সহযোগিতায় ছিল দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা।

সকালে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়াও ফাউন্ডেশনের সেক্রেটারি লিটন টমাস রোজারিও, সদস্য ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন, সিস্টার রেবা ভেরোনিকা ডি’কস্তা আরএনডিএম, ঢাকা ক্রেডিটের সিও স্বপন রোজারিও ও সুইটি পিউরীফকেশন উপস্থিত ছিলেন।

শুরুতেই মঙ্গলদ্বীপ প্রজ্জ্বলন করে প্রধান অতিথি আলবার্ট আশিস বিশ্বাস সেমিনারের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দরা অংশগ্রহণকারীদের সেমিনারে অংশগ্রহণের জন্য অভিনন্দন ও ধন্যবাদ জানান। সেই সাথে এই সেমিনার থেকে যেন ভবিষ্যতের জন্য নিজেকে গড়ে তোলার দিকনির্দেশনা লাভ করতে পারেন সেই আহ্বান জানান।

‘ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রত্যেককেই পূর্ব থেকে প্রস্তুতি নিতে হবে এবং তার জন্য এখন থেকেই সকলের প্রস্তুত হতে হবে। বর্তমানে ব্যাপক প্রতিযোগিতার মধ্যদিয়ে যেতে হয়, তাই এখনই ভবিষ্যতের চ্যাঞ্জেলগুলো মোকাবেলা করার জন্য প্রস্তুতির কোনো বিকল্প নেই। এ ছাড়াও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সাথে ভাল সম্পর্ক গড়ে তুলে ভবিষ্যতের জন্য পেশা নির্বাচন ও সম্পর্ক উন্নয়ন করতে হবে’ বলেন বক্তারা।

সেমিনারে সিস্টার রেবা ভেরোনিকা- নৈতিক মূল্যবোধ, রুপন রয় চৌধুরী- ক্যারিয়ার উন্নয়ন, ডমিনিক রঞ্জন পিউরীফকেশন- ঢাকা ক্রেডিটসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক উন্নয়ন বিষয়গুলো নিয়ে সহভাগিতা করেন।

সেমিনারের শেষাংশে সাংস্কৃতিক অনুষ্ঠান ও অংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরা তিন জন অংশগ্রহণকারীকে পুরস্কার প্রদান করা হয়।