ঢাকা ,
বার : শুক্রবার
তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১৩ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ পালন করা হলো বঙ্গবন্ধু’র ১০২তম জন্মবাষির্কী ও জাতীয় শিশু দিবস

পালন করা হলো বঙ্গবন্ধু’র ১০২তম জন্মবাষির্কী ও জাতীয় শিশু দিবস

0
374

ডিসিনিউজ ।। ঢাকা

বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন ও খ্রীস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে তেজগাঁও গির্জায় পালন করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবাষির্কী ও জাতীয় শিশু দিবস। এ ছাড়াও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ও বাংলাদেশ আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপকমিটির সদস্য পংকজ গিলবার্ট কস্তা দেশবাসীকে শুভেচ্ছা জানান। সেই সাথে শিশুদের প্রতি ভালবাসা ও যত্নের আহ্বান জানান।

১৭ মার্চ, সকাল ৮টায় তেজগাঁও গির্জায় খ্রীস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের (বিসিএ) প্রেসিডেন্ট নির্মল রোজারিও ও মহাসচিব হেমন্ত আই কোড়াইয়ার নেতৃত্বে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বিশেষ প্রার্থনানুষ্ঠান, পবিত্র খ্রিষ্টযাগ, কেক কাটা ও আনন্দ র‌্যালি করা হয়। সেই সাথে শিশুদের জন্যও জাতীয় শিশু দিবসে বিশেষ প্রার্থনা করা হয়। জন্মবাষির্কীর পবিত্র উৎসর্গ করেন তেজগাঁও গির্জার পাল-পুরোহিত সুব্রত বি. গমেজ।

খ্রিষ্টযাগের পর এক সংক্ষিপ্ত আলোচনা সভা এবং জাতির পিতার জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন এসোসিয়েশনের যুগ্ম-মহাসচিব জেমস সুব্রত হাজরা, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও ঢাকা ক্রেডিটের পরামর্শক অধ্যক্ষ রেমন্ড আরেং, বিসিএ’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক থিওফিল রোজারিও, ঢাকা ক্রেডিটের ডিরেক্টর আনন্দ ফিলিপ পালমা, ক্রেডিট কমিটির সদস্য উমা ম্যাগডেলিন গমেজ, মোহাম্মদপুর থানার বিসিএ’র সেক্রেটারি পল্লব লিনুস ডি’রোজারিও, ঢাকা ক্রেডিটের সিও জোনাস গমেজ, বিসিএ’র দপ্তর সম্পাদক স্বপন রোজারিও, ল²ীবাজার শাখার সেক্রেটারি ভিক্টর রে, বীর মুক্তিযোদ্ধা জোনাস গমেজ, সিস্টার রেবা বেরুনিকা কস্তা আরএনডিএম, সিস্টার নিবেদিতা এসএমআরএ, রোজমেরী করবী জয়ধর, সাবেক এয়ারফোর্স কর্মকর্তা লরেন্স রোজারিও প্রমুখ। আলোচনা সভার সঞ্চালনা করেন এসোসিয়েশনের সেক্রেটারি হেমন্ত আই. কোড়াইয়া।

আলোচনা সভার পর অতিথিরা শিশুদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর ১০২তম জন্মবাষির্কীর কেক কেটে আনন্দ উদযাপন করেন। এরপর একটি আনন্দ র‌্যালি র‌্যালি করা হয়।