শিরোনাম :
বঙ্গবন্ধু জন্মদিনে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন ও হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের আলোর মিছিল ও শ্রদ্ধা নিবেদন
ডিসিনিউজ।। ঢাকা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে আলোর মিছিল এবং তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন ও হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ।
১৭ মার্চ, বিকেলে বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিনে নেতৃবৃন্দরা আলোর মিছিল করে ধানমন্ডী ৩২ নম্বর তাঁর বাসভবন সংলগ্ন প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
আলোর মিছিলের বহরে ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি সাবেক রাষ্ট্রদূত ড. নিমচন্দ্র ভৌমিক, পরিষদের নেতা মনিন্দ্রনাথ, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের যুগ্মমহাসচিব জেমস সুব্রত হাজরা, দপ্তর সম্পাদক স্বপন রোজারিও, ঢাকা ক্রেডিটের ট্রেজারার পিটার রতন কোড়াইয়া, এসোসিয়েশনের নেতৃবৃন্দ ভিক্টর রে, মলয় নাথ, সিস্টার রেবা ভেরুনিকা কস্তা আরএনডিএম, রোজমেরী করবী জয়ধরসহ আরো অনেকে।
এ সময় নেতৃবৃন্দরা বঙ্গবন্ধুর আত্মার কল্যাণ কামনা এবং তাঁর আদর্শে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।