ঢাকা ,
বার : শুক্রবার
তারিখ : ১০ জানুয়ারী ২০২৫
বাংলা : ২৭ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ বিগত নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সমাবেশ, মিছিল...

বিগত নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সমাবেশ, মিছিল ও স্মারক লিপি প্রদান

0
280

ডিসিনিউজ ।। ঢাকা

বর্তমান সরকারের ২০১৮ সালের নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সমাবেশ, মিছিল ও স্মারক লিপি প্রদান করেছে।

২৪ মার্চ, শাহবাগে ঐক্য পরিষদ, অন্যান্য সংগঠন ও অঙ্গসগঠনের অংশগ্রহণে এই সমাবেশ, মিছিল ও স্মারক লিপি প্রদান করা হয়। পরিষদের সভাপতি উষাতন তালুকদারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন পরিষদের সভাপতি নির্মল রোজারিও, সভাপতি ড. নিমচন্দ্র ভৌমিক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মহাসচিব ইগ্নাসিও হেমন্ত কোড়াইয়াসহ আরো অনেকে।

এ সময় বক্তারা ২০১৮ সালে আওয়ামী লীগ সরকার যে প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে অংশ নিয়েছিল, তা বাস্তবায়নের জন্য সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আহ্বান জানান। সেই সাথে সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ ও বিভিন্ন সময়ে সংগঠিত নির্যাতন এবং অত্যাচারের দ্রুত বিচার দাবি করেন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ র‌্যালি বের করা হয়। শেষে ২ লক্ষাধিক সংখ্যালঘুর স্বাক্ষরিত স্মারক লিপি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়।
স্মারক লিপিতে উল্লেখ করা হয়:

সমাবেশ, স্মারক লিপি প্রদান ও মিছিলে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের যুগ্ম-মহাসচিব জেমস সুব্রত হাজরা, পরিষদের তেজগাঁও শাখার সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা জোনাস গমেজ, তেজগাঁও শাখার সাধারণ সম্পাদক গিলাবর্ট গমেজসহ খ্রীষ্টান এসোসিয়েশনের পক্ষ থেকে মলয় নাথ, ভিক্টর রে, লিলি সরকার, প্রদীপ বসু, মাইকেল বাড়ৈ, নিরাপদ হালদার, নিলু দাশসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।