ঢাকা ,
বার : শুক্রবার
তারিখ : ১০ জানুয়ারী ২০২৫
বাংলা : ২৭ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ শপথ নিলেন খ্রীস্টান হাউজিং সোসাইটির নবনির্বাচিত পরিষদ

শপথ নিলেন খ্রীস্টান হাউজিং সোসাইটির নবনির্বাচিত পরিষদ

0
400

ডিসিনিউজ ।। ঢাকা

শপথ নিলেন দি মেট্রোপলিটন খ্রীস্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি:-এর নবনির্বাচিত পরিষদ।

২৪ মার্চ, তেজগাঁও চার্চ কমিউনিটি সেন্টারে ঢাকার আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজ ওএমআই এই শপথবাক্য পাঠ করান।

সোসাইটির চেয়ারম্যান আগস্টিন পিউরীফিকেশনের নেতৃত্বে ভাইস-চেয়ারম্যান অপূর্ব যাকোব রোজারিও, সেক্রেটারি ইমানুয়েল বাপ্পী মন্ডলসহ নবনির্বাচিত পরিষদ শপথবাক্য উচ্চারণ করেন।

শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, তেজগাঁও চার্চের পাল-পুরোহিত সুব্রত বি. গমেজ, ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়াসহ হাউজিং সোসাইটির উপদেষ্টামন্ডলী ও সদস্যবৃন্দ।

এ সময় বক্তারা নবনির্বাচিত পরিষদকে শুভেচ্ছা জানান এবং সোসাইটিকে আরো উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য শুভ কামনা করেন।

এ দিন ঢাকা ক্রেডিটসহ বিভিন্ন সমবায় সমিতি, সংগঠন ও অঙ্গ-সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত পরিষদকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।