ঢাকা ,
বার : বৃহস্পতিবার
তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১১ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট নদ্দায় ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলে মহান স্বাধীনতা দিবস পালন

নদ্দায় ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলে মহান স্বাধীনতা দিবস পালন

0
196

ডিসিনিউজ ।। ঢাকা                                                

ঢাকার নদ্দায় ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলের শিক্ষার্থীরা পালন করলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

২৬ মার্চ, স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলে চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চিত্রাংকন প্রতিযোগিতা প্লে থেকে দশম শ্রেণির মধ্যে তিনটি ভাগে ভাগ করা হয়। জাতীয় পতাকা অংকন, স্মৃতিসৌধ অংকন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অঙ্কন ছিল প্রতিযোগিতার বিষয়বস্তু। সহকারি শিক্ষক-শিক্ষিকাদের সার্বিক তত্ত্বাবধানে প্রতিযোগিতায় মোট ১১২ প্রতিযোগি অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলের শিক্ষার্থীরা ছাড়াও অন্যান্য স্কুলের ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।

সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর সলোমন আই. রোজারিও। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আনন্দ চৌধুরী ও ডিরেক্টর সলোমন আই. রোজারিও।  তাঁরা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য, যুদ্ধচলাকালীন সময়ের চিত্র এবং যারা স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন, তাদের বিশেষ অবদানের কথা ছাত্র-ছাত্রীদের মাঝে তুলে ধরেন। সেই সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও জাতির সেবায় নিজেকে উজ্জীবিত করার জন্য অনুপ্রেরণা দেন।