ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১১ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ খ্রিষ্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডেতে পরীক্ষার দিন ধার্য না করার আহ্বান বিসিএ’র

খ্রিষ্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডেতে পরীক্ষার দিন ধার্য না করার আহ্বান বিসিএ’র

0
498

ডিসিনিউজ ।। ঢাকা

খ্রিষ্টানদের আরেকটি বড় ধর্মীয় উৎসব ইস্টার সানডেতে কোনো রকম পরীক্ষার দিন ধার্য না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন (বিসিএ)।

১৭ এপ্রিল খ্রিষ্টানদের অন্যতম উৎসব ইস্টার সানডে। দেশের কিছু শিক্ষা প্রতিষ্ঠান এই দিনে পরীক্ষার দিন ধার্য করায় শিক্ষার্থীসহ অভিভাবক মহলেও উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ইস্টার সানডের দিন কোনো প্রকার পরীক্ষার সময়সূচি ধার্য না করার জন্য অনুরোধ জানিয়েছে।

এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও ও মহাসচিব ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া এক যুক্ত বিৃবতির মাধ্যমে এই অনুরোধ জানান।

তারা উল্লেখ করেন, ‘ইস্টার সানডেতে সরকারি ছুটি খ্রিষ্টান সমাজের দীর্ঘদিনের দাবি। আমরা এ জন্য সরকারের নিকট আহ্বানও জানিয়েছি। সরকারি ক্যালেন্ডার অনুসারে ইস্টার সানডে ঐচ্ছিক ছুটি। তারপরও এই দিনে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান পরীক্ষার সময়সূচি নির্ধারণ করেছে। যা সত্যিই খ্রিষ্টান ধর্মাবলম্বীদের কাছে হতাশা ও উদ্বেগের। মাননীয় শিক্ষামন্ত্রীর বরাবরও আমরা আহ্বান জানিয়েছি এই দিনে স্কুলের কার্যক্রম বন্ধ রেখে শিক্ষার্থীদের ধর্মীয় উৎসবে যোগদানে সহযোগিতা করার জন্য। এই দিন যেন সকল শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।’

‘চল্লিশ দিন রোজা পালন করে খ্রিষ্টান ভাইবোনেরা ইস্টার সানডে পালন করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই মতাবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটি অন্যতম বড় ধর্মীয় উৎসবের দিন পরীক্ষা অনুষ্ঠিত হবে যা কখনোই কাম্য নয়। আমরা মাননীয় সরকারের নিকট ইস্টার সানডে সরকারি ছুটি হিসেবে ঘোষণার জন্য আহ্বান জানাই।